ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

জ্যোতিদের ভাবনায় এখন শুধু বিশ্বকাপ

প্রকাশিত: ২০:৫৯, ২০ নভেম্বর ২০২৪

জ্যোতিদের ভাবনায় এখন শুধু বিশ্বকাপ

আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের স্পন্সর ঘোষণার সময় হাবিবুল বাশার ও নাজমূল আবেদিন ফাহিম।

আগামী বছর জুনে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট আসর মাঠে গড়াবে। জুনে ভারতের মাটিতে ১৩তম এই আসরটি হওয়ার কথা। নারী ওয়ানডে বিশ্বকাপের এই আসরে সরাসরি খেলার জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। নারী চ্যাম্পিয়নশিপে বাকি ৬ ওয়ানডেতে জিতলেই শুধু সরাসরি বিশ্বকাপ খেলতে পারবেন নিগার সুলতানা জ্যোতিরা। এ কারণে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে জেতার লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমূল আবেদিন ফাহিম ও নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন আরো কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন। বুধবার আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের স্পন্সর হিসেবে সেনোরা পাওয়ার্ড বাই রুচির অনুষ্ঠানে সেসব কথা বলেন তারা। 

আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কেননা নিগার সুলতানা জ্যোতিদের পরবর্তী ৬ ওয়ানডের সবকটিতেই জিততে হবে। চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপপর পয়েন্ট টেবিলে ৯ নম্বরে আছে বাংলাদেশ দল। ১৮ ম্যাচ খেলে ৪ জয়ে মাত্র ১৩ পয়েন্ট জ্যোতিদের। সরাসরি বিশ্বকাপ খেলার জন্য এথন তাই পরের ৬ ম্যাচ জেতা অতীব জরুরী। নাহলে বাছাই খেলতে হবে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পরবর্তী দুটি সিরিজ আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আইরিশ মেয়েদের বিপক্ষে ঘরের মাটিতে ২৭ নভেম্বর শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ। এ বিষয়ে হাবিবুল বাশার বলেছেন,‘‘আমাদের মূল লক্ষ্য এই সিরিজে ৩-০ ব্যবধানে জয়। ঘরের মাঠে খেলার সুবিধা আমাদের রয়েছে। বিশ্বকাপটা উপমহাদেশে হওয়ায় আমাদের দল বেশ আত্মবিশ্বাসী। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে চাই।’’ 

শুক্রবার বাংলাদেশ সফরে আসবে আইরিশ মেয়েরা। আপাপতত এই সিরিজ নিয়েই ভাবনা জ্যোতিদের। হাবিবুল বলেছেন,’‘আমাদের পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ আছে। তবে এসব পরের বিষয়। আমাদের সামনে এখন আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজের দিকে আমরা ফোকাস থাকছি।’’ 

নারী ক্রিকেটের উন্নয়নে কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। এ বিষয়ে বিসিবি পরিচালক ফাহিম বলেছেন,‘’আমরা আগে নারী ক্রিকেট শক্তিশালী করতে পর্যাপ্ত কাজ করতে পারিনি। তবে এবার পাইপলাইন গড়ার উদ্যোগ নিয়েছি। দেশের সেরা কোচদের একজন সারওয়ার ইমরানকে নিয়োগ দিয়েছি অনুর্র্ধ-১৯ নারী ক্রিকেট দলের কোচ হিসেবে। বিকেএসপিতে ক্যাম্প করে অনুর্ধ-১৯ দলকে প্রস্তুত করা হচ্ছে।’’

মেয়েদের বয়সভিত্তিক ক্রিকেটেও এখন মনোযোগ দিচ্ছে বিসিবি। কারণ ভবিষ্যত প্রজন্ম তৈরির জন্য তা খুবই জরুরি। এ বিষয়ে ফাহিম বলেছেন,‘‘আমরা অনুর্ধ-১৬ দল নিয়েও কাজ করার পরিকল্পনা করছি। আমরা চাই আমাদের নারী ক্রিকেটাররা বছরে অন্তত ৪০-৫০টি ম্যাচ খেলার সুযোগ পাক। এটা করতে পারলে নারী ক্রিকেটের মান দ্রুত উন্নত হবে।’’

মামুন/ রিয়াদ

×