ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

প্রকাশিত: ০৩:২৬, ২০ নভেম্বর ২০২৪; আপডেট: ০৩:৩৬, ২০ নভেম্বর ২০২৪

আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

আজ বুধবার(২০ নভেম্বর) ভোরে অল্প সময়ের ব্যবধানে মাঠে নামবে দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সকাল ৬টায় আর্জেন্টিনা-পেরু এবং ৬টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে ব্রাজিল-উরুগুয়ে।

এর আগে, প্যারাগুয়ের বিপক্ষে তিক্ত হারের মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন দল আর্জেন্টিনা। কাল পেরুর বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা ভিন্ন প্রতিপক্ষকে সামলাতে হচ্ছে। বছরের শেষ ম্যাচে দলে ৬ জন রয়েছেন ইনজুরির কবলে। জার্মান পাজেয়া থেকে শুরু করে ইনজুরির খাতায় নাম তুলেছেন অনেকেই। জানা যায়, সবশেষ ইনজুরিতে পড়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো।

এদিকে, উরুগুয়ের বিপক্ষের এই ম্যাচ দিয়েই ব্রাজিলের ২০২৪ সাল সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, এই বছরেই কোপা আমেরিকায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আশানুরূপ ফলাফল না করায় সমালোচনায় পড়তে হয়েছে তাদের। এছাড়াও নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেও নিজেদের ধারাবাহিকতা নষ্ট করেছে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, তাদের সমান পয়েন্ট নিয়ে কলম্বিয়া পিছিয়ে আছে গোলব্যবধানে।

নাহিদা

×