ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবকেই হারিয়ে দিলো ইন্দোনেশিয়া!

প্রকাশিত: ০২:০৮, ২০ নভেম্বর ২০২৪

বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবকেই হারিয়ে দিলো ইন্দোনেশিয়া!

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত ২-০ গোলে সৌদি আরবকে হারালো ইন্দোনেশিয়া। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে এমন জয়ের মাধ্যমে গ্রুপ সি'এর পয়েন্ট টেবিলে সৌদিকে পিছনে ফেলে তাদের অবস্থান এখন তিন নাম্বারে।
আজকের ম্যাচে ইন্দোনেশিয়ার হয়ে দুইটি গোলই করেন ইংলিশ ক্লাব অক্সফোর্ডে খেলা মার্সেলিনো ফার্দিনান। সদ্য ২০ বছরে পারা দেয়া ফার্ডিনান খেলেছেন ইন্দনেশিয়ার হয়ে অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ২০ এবং অনূর্ধ্ব ২৩ দলে।

এখন পর্যন্ত বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে পাঁচ ম্যচ খেলে এই প্রথম জয় পেলো ইন্দোনেশিয়া। এর আগে রিয়াদে প্রথম লেগে সৌদিদের সঙ্গে ড্র করেছিল পূর্ব এশীয় দেশটি। আন্তর্জাতিক ফুটবল এর আগে ১৩বার মুখোমুখিতে ১১বারই জিতেছিল সৌদি আরব। 

এই ম্যাচে খেলা শুরুর ৩২ মিনিটেই এগিয়ে যায় ইন্দোনেশিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে দ্বিতীয়বারের মতো লিড নেয় স্বাগতিকরা। এদিন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছিল সৌদি আরব। তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি সফরকারীরা।

এই ম্যাচে সৌদি আরবের বল পজিশন ছিলো ৭৭% এবং ইন্দোনেশিয়ার বল পজিশন ছিলো মাত্র ২৩%। পুরো ম্যাচে সৌদি আরব বেশি শুট নিলেও অন টার্গেট শুট ছিলো ইন্দোনেশিয়ার থেকেও কম। পাসিং পজিশনের দিক দিয়েও এগিয়ে ছিলো সৌদি আরব।

এই ম্যাচে মোট ফাউল হয়েছে ১৯ টি। তার মধ্যে ইন্দোনেশিয়া চারটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড সহ মোট ফাউল করেছে ১৫ টি। আর বাকি চারটি ফাউল করেছে সৌদি আরব। তার মধ্যে তিনটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।
 
আজকের এই বড় জয়ের একটি অন্যতম কারণ প্রবাসী ফুটলার। যাদের যুক্ত করে কয়েক মাসের মধ্যে রীতিমত বদলে গেলো ইন্দোনেশিয়া ফুটবল টিম। একসময় অনেক পিছিয়ে থাকা ইন্দোনেশিইয়া এখন এশিয়ার পরাশক্তি সৌদি আরবকে হারিয়ে দিয়ে নিজেদের নতুন রূপ বিশ্ববাসীকে দেখিয়ে দিলো। বাংলাদেশেরও সুযোগ ছিলো প্রবাসী ফুটবলারদের যুক্ত করে দেশের ফুটবলে ইন্দোনেশিয়ের মত বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার।

নাহিদা

×