ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

শুক্রবার আসছে আইরিশরা, প্রস্তুত জ্যোতিরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৫, ২০ নভেম্বর ২০২৪

শুক্রবার আসছে আইরিশরা, প্রস্তুত জ্যোতিরা

লন্ডনে নিজের ভাস্কর্যের সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের সেলফি

আগামী শুক্রবার ৩ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর ৩ ওয়ানডে এবং ৫, ৭ ও ৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে। সফরকারী আইরিশ মেয়েদের মোকাবিলায় প্রস্তুত হচ্ছে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ সময় পর ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

গত বছর মে মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন টপঅর্ডার ব্যাটার তাজ নাহার। এ ছাড়া দলে ফিরেছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও স্পিনার সানজিদা আক্তার মেঘলা। বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা। তবে তারা স্ট্যান্ডবাই হিসেবে আছেন। 
ওয়ানডে স্কোয়াড ॥ নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহকারী অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

×