ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

টেস্ট সিরিজের আগে দারুণ প্রস্তুতি বাংলাদেশের বোলারদের

অ্যান্টিগায় মুরাদের হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৪, ২০ নভেম্বর ২০২৪

অ্যান্টিগায় মুরাদের হ্যাটট্রিক

হাসান মুরাদ

দেশের বাইরে সিরিজের আগে দীর্ঘদিন পর কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। মাত্র ২ দিনের ম্যাচ হলেও সেখানে নিজেদের ঝালিয়ে নিতে পেরেছেন ক্রিকেটাররা। এমনকি উদীয়মান বাঁহাতি স্পিনার হাসান মুরাদের একটি পরীক্ষা হয়ে গেছে জাতীয় দলের হয়ে। প্রতিশ্রুতিশীল এই ২৩ বছর বয়সী তরুণ হ্যাটট্রিক করেছেন ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। মাত্র ১০ বল ছুড়েই এই কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

ব্যাট হাতেও দুই নবীন তারকা জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন ভালো করেছেন যা দলকে অনেকখানিই দুশ্চিন্তামুক্ত করেছে। সবমিলিয়ে ২ টেস্টের সিরিজে নামার আগে বেশ ভালোভাবেই প্রস্তুতি সেরে নিতে পেরেছে বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ সময় অনুসারে রাত ৮টায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজটি চলমান বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় চক্রের অংশ হওয়াতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ জিততে উন্মুখ হয়েই মাঠে নামবে।
এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে কিছুটা খর্বশক্তি নিয়েই যেতে হয়েছে বাংলাদেশ দলকে। কারণ নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়াও ইনজুরির কারণে অভিজ্ঞ মুশফিকুর রহিম নেই। তাই এখন তরুণদের ওপর দৃষ্টি থাকবে। এই সফরে দলে ফিরেছেন তরুণ মিডলঅর্ডার শাহাদাত হোসেন দিপু। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুদিন আগে টেস্ট অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটার অঙ্কনের। এ ছাড়া অসুস্থতা কাটিয়ে ফিরেছেন লিটন কুমার দাস। এই ৪ জন ব্যাট হাতে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিতে পেরেছেন।

চারে নেমে শাহাদাত ৩০ বলে ৩ চারে ২৫ রানে আউট হয়েছেন। তবে লিটন ৫৩ বলে ৪ চার, ১ ছয়ে ৩১, জাকের ১১০ বলে ৪ চার, ১ ছয়ে ৪৮ ও অঙ্কন ৮৭ বলে ৪ চার, ১ ছয়ে ৪১ রান করার পর তারা স্বেচ্ছাবসরে গেছেন। এ ছাড়া অভিজ্ঞ মুমিনুল হক ৫৮ বলে ৪ চারে ৩১ রান করেন। টেস্ট সিরিজে এবার মেহেদি হাসান মিরাজের অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে অভিষেক হবে। তার আগে ২ দিনের ম্যাচে ক্যাপ্টেন্সির পরীক্ষা দিতে পেরেছেন তিনি। বাংলাদেশ ২৫৩ রান করেছেন। 
বাঁহাতি স্পিনার মুরাদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে প্রথমবার ডাক পেয়েছেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে। তবে খেলার সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন একটানা ভালো করার সুবাদে দলে ডাক পাওয়া এই তরুণ খেলতে নামলে কেমন করবেন তারই কিছুটা নিদর্শন দেখাতে পেরেছেন। ম্যাচের ২৮তম ওভারে ড্যানিয়েল বেকফোর্ড, নাভিন বিদাইসি এবং চাইম হোল্ডারকে পরপর ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের এই স্পিনার। নাভিনকে বোল্ড ও অন্য দুইজনকে এলবিডব্লিউ করে এই দারুণ কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

মাত্র ১.৪ ওভার বোলিং করে মাত্র ১ রান দিয়ে সেই ৩ উইকেটই নিয়েছেন তিনি। অবশ্য বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের প্রথম সেশন ভেস্তে না গেলে ম্যাচটিতে আরেকটু খেলার সুযোগ পেতেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু মুরাদের হ্যাটট্রিকের পরই বাংলাদেশ কোচ ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন। তখন ক্যারিবীয় দলের রান ৯ উইকেটে ৮৭। শুরুতে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪৫ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। হাসান ১৫ রানে ও তাসকিন ২১ রানে ২টি করে উইকেট নেন। নাহিদ রানা ৭ ও তাইজুল ইসলাম ৪ ওভার বোলিং করলেও উইকেটশূন্য ছিলেন। শরিফুল ইসলাম ও মিরাজ পেয়েছেন ১ উইকেট। পূর্ণ প্রস্তুতিই নিতে পেরেছে বাংলাদেশ দল। এবার মূল লড়াইয়ে নামার অপেক্ষা।

×