ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

পাকিস্তানে হোটেলে আ*গুন, অল্পের জন্য রক্ষা ক্রিকেটারদের

প্রকাশিত: ২০:৪৭, ১৯ নভেম্বর ২০২৪

পাকিস্তানে হোটেলে আ*গুন, অল্পের জন্য রক্ষা ক্রিকেটারদের

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে শঙ্কা যখন কাটছে না পাকিস্তানের, তখন নতুন করে বিপাকে পিসিবি। টিম হোটেলে আগুন লাগায় দেশটির ঘরোয়া ক্রিকেটের একটি টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে।  

পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল উইমেন্স চ্যাম্পিয়নশিপ মাঝপথেই বাতিল করেছে পিসিবি। সোমবার করাচিতে টিম হোটেলে আগুন লেগেছিল। যেখানে পাকিস্তানের পাঁচ নারী ক্রিকেটার আটকা পড়েছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ক্রিকেটাররা।

ভারতের এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করাচির একটি হোটেলে টুর্নামেন্টের পাঁচ দল ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পুরো একটি ফ্লোর বুকিং করেছিল পিসিবি। গতকাল আগুন লাগায় সেখানে পাঁচজন ক্রিকেটার বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন।

নির্ভরযোগ্য সূত্র তাঁদের জানায়, হোটেলে যখন আগুন লেগেছিল পাঁচজন ছাড়া সব ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়াল মাঠে ছিলেন, কেউ ম্যাচের জন্য আবার কেউ অনুশীলনের জন্য। ফলে বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি।

এই ঘটনায় পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, টিম হোটেলে অগ্নিকান্ডের কারণে পিসিবি ন্যাশনাল উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর পরিধি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। পাঁচজন খেলোয়াড় টিম হোটেলে আটকে পড়েছিল। তাঁদের দ্রুত উদ্ধার করা গিয়েছে। কেউ আহত হয়নি। ওদের নিরাপদে হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ক্রিকেটারদের মানসিক পরিস্থিতির কথা ভেবেই টুর্নামেন্ট বাতিলের কথা জানিয়েছে পিসিবি। পুরো টুর্নামেন্টের আয়োজনের জন্য পিসিবির একটি হোটেলে কমপক্ষে ১০০টি রুমের প্রয়োজন। করাচিতে এখন একটি প্রতিরক্ষা প্রদর্শনী চলছে। যে কারণে করাচিতে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না।


 

এসআর

×