চলতি আসরের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হবে পাকিস্তানে। গতকাল সোমবার করাচিতে টিম হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন টিম হোটেলে থাকা পাঁচ নারী ক্রিকেটার। ফলে দেশটির জাতীয় নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ বাতিল করা হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাঁচজন প্লেয়ার টিম হোটেলে আটকে পড়েছিল। সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। তাদের দ্রুত উদ্ধার করা গিয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নিয়ে হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন করা হয়েছে।’
দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিসিবি দলগুলোর জন্য বিকল্প থাকার ব্যবস্থা করার চেষ্টা করলেও, করাচিতে চলমান আইডিয়াস সামরিক প্রদর্শনী চলার কারণে কোনো হোটেল খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তাই খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনা করে টুর্নামেন্টটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
পিসিবি আরও জানিয়েছে, ‘প্রয়োজনীয় মানের প্রায় ১০০ কক্ষের বিকল্প থাকার অভাব এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।’
আগামি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে মাঠে গড়ানোর কথা চ্যাম্পিয়নস ট্রফির।কিন্তু ভারত সেখানে গিয়ে খেলতে চায় না। তাই এখনও আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েনের এই সময় ক্রিকেটারদের টিম হোটেলে আগুনের ঘটনাকে বেশ বড় করেই দেখছে পাকিস্তানের নেটিজেনরা। বিষয়টিকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে বাঁধা বলেও বিবেচনা করছেন অনেকেই।
তাবিব