ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

এ-ও সম্ভব!

প্রকাশিত: ১৩:২২, ১৯ নভেম্বর ২০২৪

এ-ও সম্ভব!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শামসি-বুমরাহর ম্যাচ, উইকেট, বলের সংখ্যা সমান

রীতিমত অবিশ্বাস্য। কাকতালীয় বললেও হয়ত খটকা লাগবে। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট মাঝে মাঝে এত বেশি নাটকীয় যে, নিজের চোখকেও অবিশ্বাস করতে হয়। তেমনই এক বিষয় খুঁজে বের করেছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরাইজ শামসি।

ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া বিষয়টা হলো- ঠিক এ মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাবরাইজ শামসি ও জাসপ্রিত বুমরাহর ম্যাচের সংখ্যা, বলের সংখ্যা, এমনকি উইকেটের সংখ্যাও সমান। এখন পর্যন্ত শামসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলেছেন ৭০টি, বুমরাহও ম্যাচ খেলেছেন ৭০টি। শামসি বল করেছেন ১ হাজার ৫০৯ টি, বুমরাহও বল করেছেন ১ হাজার ৫০৯টি। এমনকি এই ফরম্যাটে দুজনের উইকেট শিকারও সমান, ৭২টি।

শামসিই সবার প্রথমে বিষয়টি নজরে আনেন। এক্সে নিজের অফিসিয়াল একাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, 'ফান ফ্যাক্ট। বুমরাহ ও আমি দুজনই একই সংখ্যক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছি, এই ম্যাচগুলোতে সমান সংখ্যক বল করেছি এবং সমপরিমাণ উইকেটও নিয়েছি। অবিশ্বাস্য মিল।'

অবশ্য শামসি ৭০ ম্যাচের ৭০ ইনিংসে বল করলেও বুমরাহ বল করেছেন ৬৯ ইনিংসে। শামসি ৭.৯৩ ইকোনমিতে ১৮৬০ রান খরচ করলেও বুমরাহ ৬.২৭ ইকোনমিতে ১৫৭৯ রান খরচ করেছেন। শামসির আবার ৩ বার ইনিংসে চারটি ও একবার পাঁচটি উইকেট শিকারের কীর্তি থাকলেও বুমরাহ কখনই তিনটির বেশি উইকেট শিকার করতে পারেননি।

মিরাজ/জাফরান

×