ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

আর্জেন্টিনা-ব্রাজিলের কঠিন চ্যালেঞ্জ

জিএম মোস্তফা

প্রকাশিত: ২৩:৫৭, ১৮ নভেম্বর ২০২৪

আর্জেন্টিনা-ব্রাজিলের কঠিন চ্যালেঞ্জ

.

বিশ্ব ফুটবলে রীতিমতো উড়ছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকা বিশ্বকাপ এমনকি সর্বশেষ কোপা আমেরিকা জয়েরও অবিস্মরণীয় কীর্তি গড়ে আলবিসেলেস্তেরা। শুধু তাই নয়? ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও দুর্বার গতিতে ছুটছিল মেসি-মার্টিনেজরা। কিন্তু হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। সর্বশেষ চার ম্যাচে আর্জেন্টিনার জয় কেবল এক ম্যাচে। গত সপ্তাহে শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছেও ২-১ গোলে হেরে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যে কারণে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা শীর্ষ থাকলেও এই মুহূর্তে কিছুটা চাপের মধ্যে রয়েছে স্কালোনির দল। এর মধ্যেই আবার আর্জেন্টিনা দলে দেখা দিয়েছে ইনজুরি-ধাক্কা। এমন পরিস্থিতিতেই আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় পেরুর মুখোমুখি হবে মেসিবাহিনী।
চাপের মধ্যে রয়েছে লাতিন আমেরিকার আরেক জায়ান্ট ব্রাজিলও। সর্বশেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়ে বসে ডোরিভাল জুনিয়রের দল। ফলে এই মুহূর্তে লিগ টেবিলের চার নম্বরে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাও শিবিরেও রয়েছে চোটের খবর। এমন পরিস্থিতিতেই বুধবার ৬টা ৪৫ মিনিটে আবারও মাঠে নামতে যাচ্ছে ভিনিসিয়াস-রাফিনহারা। প্রতিপক্ষও শক্তিশালী উরুগুয়ে। ফলে আর্জেন্টিনার মতো ব্রাজিলের সামনেও বলা চলে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এলেই যেন চোটের মিছিল দীর্ঘ হতে শুরু করে আর্জেন্টিনার। গত সপ্তাহে প্যারাগুয়ে ম্যাচের আগে চোটের কারণে দল থেকে ছিটকে যান নিকোলাস গঞ্জালেস, হেরমান পেতসেয়া এবং লিসান্দ্রো মার্টিনেজ। শেষ পর্যন্ত ম্যাচটাও হেরে যায় আলবিসেলেস্তেরা। সেই হারের দুঃখ ভুলতেই ঘরের মাঠে পেরুর মুখোমুখি হওয়ার আগে আবারও দুঃসংবাদ শুনতে হলো আর্জেন্টাইন ভক্তদের। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। শঙ্কা আছে আরেক ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়েও। ফলে সতর্কতা হিসেবে ডিফেন্ডার জিও সিমিওনেকে দলে ডাকেন লিওনেল স্কালোনি। পেরুর সময়টাও ভালো যাচ্ছে না। টেবিলের ৯ নম্বরে থাকা দলটি শেষ ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করে। তাছাড়া মুখোমুখি লড়াইয়ে পেরুর বিপক্ষে আর্জেন্টিনা অনেক এগিয়ে। এখন পর্যন্ত খেলা ৫৮ ম্যাচের ৩৭টিতেই জয় পেয়েছে মেসিরা। অন্যদিকে পেরুর জয় মাত্র সাত ম্যাচে। পেরুর বিপক্ষে তাই জয়ে ফিরতে মরিয়া স্কালোনির দল।
এদিকে বাছাইপর্বে শুরুর ধাক্কা সামলিয়ে এখন কিছুটা স্বস্তিতে রয়েছে ব্রাজিল। তবে শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেলে আরও স্বস্তিতে থাকতে পারত সেলেসাওরা। পয়েন্ট তালিকার দুই নম্বরেও উঠে যেতে পারত। তবে সেই ধাক্কা সামলিয়ে এখন উরুগুয়ের বাধা অতিক্রম করতে চায় ডোরিভাল জুনিয়রের দল। কঠিন এই পরীক্ষার আগে রক্ষণ নিয়ে চিন্তা ব্রাজিলের। কেননা চোট আর নিষেধাজ্ঞার কারণে যে তড়িঘড়ি করে দুই বদল আনতে হয়েছে রক্ষণে।

×