ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

দরদি মিরাজের আরেক উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ২১:৫২, ১৮ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:০৮, ১৮ নভেম্বর ২০২৪

দরদি মিরাজের আরেক উদ্যোগ

ছেলের সঙ্গে মিরাজ। ছবি: সংগৃহীত

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেখান থেকেই এক ভিডিও বার্তায় দেশে ফিরে এতিমদের খাওয়ানোর ঘোষণা দিয়েছেন। ক্বারী আবু রায়হানের সাথে এক ভিডিও কলে কথা বলার সময়ে এই বিষয়টি জানিয়েছেন তিনি।  

 

ইসলাম ধর্মে এতিম অর্থাৎ যাদের বাবা-মা নেই তাদের প্রতি  সবাইকে সহানুভূতিশীল আচরণ করার কথা বলা হয়েছে। এতিমদের খাওয়ানো এবং ভালো ব্যবহার করা ব্যক্তিদের আলাদাভাবে মর্যাদা দেওয়ার ব্যাপারেও বলা হয়েছে। নিজ নিজ ধর্ম পালন করা সবারই দায়িত্ব।

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা প্রায়ই ধর্মের প্রতি নিজেদের নিবেদন প্রকাশ করে থাকেন। মাঠে সেজদাহ দিয়ে মহান আল্লাহ তায়ালার আনুগত্য প্রকাশ, রোজা রেখে খেলা এমন অনেক দৃষ্টান্তই স্থাপন করেছেন তারা।

এবার এতিমদের প্রতি নিজের মহানুভবতার হাত বাড়িয়ে দিলেন মিরাজ। ক্বারী আবু রায়হানের সাথে ভিডিও কলের আলাপে শুরুর দিকে ইসলামি গজল গাওয়ার চেষ্টা করছিলেন মিরাজ। ভাঙা গলায় কিছুটা গেয়েছেনও। পরে তাকে মাদ্রাসায় থাকা পৌনে ২০০ এতিমের সাথে এক বেলা খাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। জবাবে মিরাজ বলেছেন, ‘আমিই খাওয়াবো ইনশাআল্লাহ, দেশে ফিরে ইনশাআল্লাহ।’

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে মিরাজের কাঁধেই উঠতে যাচ্ছে নেতৃত্ব।

মিরাজ/তাবিব

×