ডগ ব্রেসওয়েল। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ মাদক কোকেন সেবনের অভিযোগে নিউজিল্যান্ডের পেস বোলার ডগ ব্রেসওয়েলকে এক মাসের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জানুয়ারিতে কিউইদের ঘরোয়া টুর্নামেন্ট সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটনের মধ্যকার একটি ম্যাচের পর তার ডোপ টেস্ট করা হয়, এবং পরীক্ষায় কোকেন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
সেই ম্যাচে, ব্রেসওয়েল ২১ রানে ২ উইকেট নিয়েছিলেন এবং জোড়া ক্যাচ ধরেছিলেন। এছাড়াও, ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, এবং তার দল ৬ উইকেটে জয়লাভ করে। তবে, ম্যাচের পরই ব্রেসওয়েলের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে এবং ডোপ টেস্টে তার শরীরে কোকেনের উপস্থিতি প্রমাণিত হয়। এর ফলস্বরূপ, তাকে এক মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।
স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশনের প্রধান নির্বাহী, রেবেকা রোলস, এই ব্যাপারে মন্তব্য করেন, “অ্যাথলেটদের তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ স্থাপন করার দায়িত্ব রয়েছে। তাদের কর্মকাণ্ড তরুণদের উপর প্রভাব ফেলে এবং তারা যেন সুস্থ ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেয় তা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিনোদনমূলক মাদক, যেমন কোকেন, অ্যাথলেটদের জন্য ঝুঁকিপূর্ণ এবং অবৈধ। এগুলোর ব্যবহার যে কোনো স্তরের খেলাধুলার জন্য একটি গুরুতর সমস্যা।”
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী, ডেভিড হোবার্ট, জানান, "ব্রেসওয়েল তার ভুল স্বীকার করেছেন এবং এটি থেকে শিক্ষা নিয়েছেন। তিনি আমাদের প্রত্যাশার বিষয়ে পুরোপুরি সচেতন এবং আমরা তাকে যথাযথ সহায়তা প্রদান করব।"
এটি প্রথমবার নয়, এর আগে একাধিক বিতর্কে জড়িয়েছিলেন ব্রেসওয়েল। ২০১৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে তাকে এক বছরের জন্য ড্রাইভিং নিষিদ্ধ করা হয় এবং ১০০ ঘণ্টা কমিউনিটি সার্ভিস দেওয়া হয়। ২০০৮ এবং ২০১০ সালেও তিনি একই ধরনের অপরাধে শাস্তি পেয়েছিলেন।
ব্রেসওয়েলের এই বিতর্কিত ঘটনাগুলো তার ক্যারিয়ারে আরও একটি বিতর্কিত অধ্যায়ের যোগ করল, তবে এখন তার সামনে সুযোগ আছে নিজেকে পুনরায় প্রমাণ করার।
নুসরাত