লিওনেল মেসি
বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে রেফারিকে শাসিয়ে আলোচনায় আসেন লিওনেল মেসি। ঘটনার দিন মেসি রেফারিকে কী বলেছিলেন সেটি সামনে আসার পর ধারণা করা হচ্ছে, ঘটনায় শাস্তি পেতে পারেন মেসি।
ম্যাচের ৩৩ মিনিটে বাজে একটি ফাউলের কারণে হলুদ কার্ড দেখেছিলেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে। চার মিনিট পর আরও ফাউল করে বসেন আলদেরেতে। এবার তার শিকার ছিলেন মেসি নিজেই। তবে আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। বিষয়টি ভালো লাগেনি মেসির। বিরতিতে যাওয়ার সময় মাঠেই ঝেড়েছেন রাগ। সে সময় মেসিকে রেফারির দিকে আঙুল তুলে কথা বলতে দেখা যায়। রেফারিকে কী বলেছিলেন মেসি, সেটি এবার সামনে এসেছে। এসবিএস স্পোর্টস জানিয়েছে, মেসি সে সময় আঙুল তুলে দারাঙ্কোর উদ্দেশে বলেছিলেন, ‘তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’ এখন দেখার বিষয় এই ঘটনায় মেসি কোনো শাস্তি পান কি না।
শিহাব উদ্দিন