ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

ইমরুলের বিদায়ী সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:০৬, ১৭ নভেম্বর ২০২৪

ইমরুলের বিদায়ী সংবর্ধনা

.

ঢাকা বিভাগের বিপক্ষে শনিবার ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেছেন ইমরুল কায়েস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন খুলনা বিভাগের হয়ে খেলতে নামার আগে সতীর্থরা তাকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন। ইমরুলকে সঙ্গ দিয়েছেন জাতীয় দলের সতীর্থ তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। 
খুলনা বিভাগীয় দল ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  (কোয়াব) থেকে তাকে বিদায়ী সংবর্ধনা, ক্রেস্ট দেওয়া হয়েছে। এদিন অবশ্য পঞ্চম রাউন্ডের প্রথম দিনই প্রথম ইনিংসে খুলনা ১৭২ রানে গুটিয়ে গেছে। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৯৪ বলে ১২ চারে সর্বোচ্চ ৬৯ রান করেন। ডানহাতি পেসার সুমন খান ৬ উইকেট নেন। ওয়ানডাউনে নেমে ১৬ রানেই সাজঘরে ফেরেন ইমরুল। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু প্রথম দিনের খেলা শেষে ইমরুলের সঙ্গে দেখা করে বিসিবির পরিকল্পনা কিছুটা জানিয়েছেন। বিদায়ী সংবর্ধনায় বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বোর্ড পরিচালকরা থাকবেন। ম্যাচশেষে এই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে। সবেমাত্র প্রথম দিনের খেলা শেষ। দিনশেষে ঢাকা প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮ রান তুলেছে। খুলনা এগিয়ে আছে ১১৪ রানে।

×