ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

এক-দুই বছরের মধ্যেই আসতে পারে রোনালদোর অবসরের সিদ্ধান্ত

প্রকাশিত: ২০:২৫, ১৬ নভেম্বর ২০২৪

এক-দুই বছরের মধ্যেই আসতে পারে রোনালদোর অবসরের সিদ্ধান্ত

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত।

বিশ্ব ফুটবলের এক কিংবদন্তি, ফুটবল মাঠে এক অবিস্মরণীয় নাম 'ক্রিস্টিয়ানো রোনালদো'। ২০০৩ সালে ইউরোপে পা রাখার পর থেকে ২০ বছরের বেশি সময় ধরে তিনি বিশ্বের ফুটবল ভক্তদের মন্ত্রমুগ্ধ করেছেন তার অসাধারণ দক্ষতা, কঠোর পরিশ্রম এবং অদম্য আত্মবিশ্বাসে। একাধিক ব্যালন ডি'অর, চ্যাম্পিয়ন্স লিগ, এবং জাতীয় স্তরে জয়—রোনালদোর ক্যারিয়ারের সব সাফল্য এক কথায় অতুলনীয়। তবে, সময়ের সাথে সাথে বয়সের প্রভাব তো পড়বেই, আর তাই এখন সবার মনে প্রশ্ন, বিশ্ব ফুটবলের এই ৩৯ বছর বয়সের এই কিংবদন্তি কী খুব শিগগিরই তাঁর ক্যারিয়ারের ইতি টানবেন? 

চলতি মরসুমে ক্লাব আল নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখন পর্যন্ত ১০টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি, যা তার বয়সের তুলনায় এক চমকপ্রদ পারফরম্যান্স। এছাড়া, ইউরোপিয়ান নেশনস লিগে চারটি ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েছেন এই পর্তুগীজ তারকা, ফলে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫-এ।

অবশ্য, রোনালদো তার ক্যারিয়ারের শেষ নিয়ে এখনও কিছুটা অনিশ্চিত। তিনি জানিয়েছেন, "যতদিন খেলার প্রতি আগ্রহ ও তাগিদ অনুভব করব, ততদিন মাঠে থাকবো।" অর্থাৎ, শারীরিক ফিটনেস ও মানসিক তাগিদ যতদিন থাকবে, ততদিন তার ফুটবল যাত্রা চলতে থাকবে—এবং এই তারকার বিদায় কোনো সহজ বিষয় হবে না।

পোল্যান্ড ম্যাচের পর রোনাল্ডো বলেছেন, “এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা যদি বলেন, সেটা এক দিন আসবেই। হয়তো আরও এক-দু’বছর পরে। আমি জানি না। দ্রুত আমার বয়স ৪০ বছর হবে। তাই এখন সময়টা উপভোগ করতে চাই। যত দিন তাগিদ থাকবে তত দিন খেলব। যে দিন কোনও অনুপ্রেরণা থাকবে না সে দিন অবসর নেব।”

নুসরাত

×