ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

ইমরুলের বিদায়ী সংবর্ধনায় সতীর্থ তামিম-আশরাফুল

প্রকাশিত: ১৬:৩৪, ১৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:৩৫, ১৬ নভেম্বর ২০২৪

ইমরুলের বিদায়ী সংবর্ধনায় সতীর্থ তামিম-আশরাফুল

ইমরুল কায়েসের বিদায়ী সংবর্ধনায় তামিম ও আশরাফুল

২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের সাথে ম্যাচের পর আর কোনো ফরম্যাটেই দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েসকে। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন।

তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেখা যেত ইমরুল কায়েসকে। জাতীয় দলে ফেরার চেষ্টা ব্যর্থ হলে বিদায় দিলেন টেস্ট ক্রিকেটকে। তার বিদায়ী ম্যাচে তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শনিবার (১৬ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামেন ইমরুল। প্রথম ইনিংসে মাত্র ১৬ রানে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর দুপুরে লাঞ্চ বিরতিতে ইমরুলকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দলের পক্ষ হতেও ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা।

উল্লেখ্য, টেস্টে কখনো খুব একটা নাম ছড়াতে পারেননি ইমরুল। এই ফরম্যাটে ৩৯ ম্যাচে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন বাঁহাতি এ ওপেনার। চারটি ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরি করেছেন তিনি।

নাহিদা

×