ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

এই না হলে রোনাল্ডো?

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ১৩:৪৪, ১৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৩:৫০, ১৬ নভেম্বর ২০২৪

এই না হলে রোনাল্ডো?

৩৯ বছর বয়সেও চোখ ধাঁধানো দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন রোনাল্ডো

আরও একবার নিজের জাত চেনালেন ক্রিষ্টিয়ানো রোনাল্ডো। উয়েফা নেশন্স লিগে শুক্রবার শক্তিশালী পোল্যান্ডের বিপক্ষেও জোড়া গোল করলেন পর্তুগীজ সুপারস্টার। শুধু তাই নয়? সতীর্থদের দিয়ে একটি গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আল নাসর তারকা। তাতেই তার দল পর্তুগাল ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে পোল্যান্ডকে।

সেইসঙ্গে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে পর্তুগাল। পোলিশদের হারিয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন এককভাবেই নিজের করে নিয়েছেন রোনাল্ডো। পর্তুগালের জার্সিতে সিআর সেভেনের জয় এখন ১৩২টি। এর ফলে পর্তুগীজ সুপারস্টার ছাড়িয়ে গেলেন তারই দীর্ঘদিনের ক্লাব সতীর্থ সার্জিও রামোসকে। এর আগে স্পেনের হয়ে ১৩১ জয় নিয়ে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন রামোস।

এ ছাড়া জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার কীর্তিও এখন রোনাল্ডোর। শুধু কী তাই? বয়স ৩৫ পূর্ণ হওয়ার পর জাতীয় দলের হয়ে রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৩৬। যা ডিয়েগো ম্যারাডোনার চেয়েও দুইটি বেশি। পয়ত্রিশ পূর্ণ হওয়ার পর এতোদিন জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল ডিয়েগো ম্যারাডোনার। আর্জেন্টাইন কিংবদন্তির ৩৪ গোলকে ছাড়িয়ে এই রেকর্ড এবার এককভাবেই নিজের করে নিলেন সিআর সেভেন। 

অথচ, শুক্রবার এস্তাদিও দো স্টেডিয়ামে সফরকারী পোল্যান্ড ম্যাচের প্রথমার্ধে দারুণভাবেই রুখে দেয় পর্তুগালকে।  ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র! অবশেষে ৫৯ মিনিটে অচলাবস্থা ভাঙেন পর্তুগালের রাফায়েল লিও। ৭২ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দল। ম্যাচের শেষ ৮ মিনিটের ব্যবধানে ৩ গোল করে রীতিমতো পোল্যান্ডকে দিশেহারা বানিয়ে ফেলে রবার্তো মার্টিনেজের দল। ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। ৮৩ মিনিটে সিআর সেভেনের অ্যাসিস্ট থেকে নেতো পেদ্রোর গোল। 

আর ৮৭ মিনিটে ৩৯ বছর বয়সী রোনাল্ডোর চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। এর পরের মিনিটে অবশ্য স্বান্ত¦নার একটি গোল করে সফরকারী পোল্যান্ড। এদিন ইনজুরির কারণে অবশ্য খেলতে পারেননি দলের সেরা তারকা রবার্ট লেভানডোস্কি।  

জোড়া গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে একটি গোল করিয়েছেনও সিআর সেভেন

 

এই জয়ের ফলে গ্রুপ পর্বের ৫ ম্যাচে কোনো হার ছাড়াই ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে  অবস্থান করছে পর্তুগাল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ক্রোয়েশিয়া। তিনে ও চারে থাকা যথাক্রমে পোল্যান্ড আর স্কটল্যান্ডের উভয়েরই পয়েন্ট সমান ৪।

মোস্তফা/শহিদ

×