ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

তাহসিনকে এলিগেন্ট দাবা একাডেমির সহযোগিতা

প্রকাশিত: ১৯:৪৯, ১৫ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:০৯, ১৫ নভেম্বর ২০২৪

তাহসিনকে এলিগেন্ট দাবা একাডেমির সহযোগিতা

তাহসিন ও লাবণ্যের হাতে বিমান টিকেট তুলে দিচ্ছেন মলি ও শাহাবুদ্দিন

গত জুলাইয়ে দাবা খেলতে গিয়ে আচমকাই মৃত্যুর কোলে ঢুলে পড়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। কিংবদন্তি এই দাবাডুর আয়ের উৎস ছিল একমাত্র দাবা খেলা। তাকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য দিশেহারা হয়ে পড়েন। খেলাধুলা অঙ্গনের অনেকই জিয়ার পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। তবে সম্প্রতি ভিন্ন চিত্র দেখা গেছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি গতকাল বৃহস্পতিবার জিয়ার পরিবারের হাতে তুলে দিয়েছেন ৫ লাখ টাকা। এছাড়া যেকোন সহায়তার আশ্বাসও দিয়েছেন। 

তামিমের পাশাপাশি দেশের এই কৃতি দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। এছাড়া তামিমের অর্থ সহায়তার পর বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও তাহসিনকে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার এলিগেন্ট দাবা একাডেমির পক্ষ থেকে জিয়ার ছেলে তাহসিন এবং তার মা লাবণ্যের জন্য সিঙ্গাপুর ওপেন দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দু’টি এয়ার টিকেট স্পন্সর করা হয়েছে। তাদের দুজনের হাতে টিকেট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এলিগেন্ট দাবা একাডেমির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবং ম্যানেজিং ডিরেক্টর মাহমুদা হক চৌধুরী মলি। তাহসিন যেন ভবিষ্যতে আরও বড় মাপের দাবাড়ু হতে পারে, সেই শুভকামনা জানিয়েছে এলিগেন্ট দাবা একাডেমি। 

রুমেল খান

×