দুলীপ সামারাবিরা
অসংগতিপূর্ণ আচরণের দায়ে গত ১৯ সেপ্টেম্বর দুলীপ সামারাবিরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একজন নারী ক্রিকেটারের সঙ্গে । ক্রিকেট ক্যারিয়ার শেষ করে অস্ট্রেলিয়ায় কোচিং করাচ্ছিলেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার দুলীপ সামারাবিরা। ২মাস যেতে না যেতেই আবারো পেলেন শাস্তি।
এবার ভিন্ন কারণে আরো ১০ বছরের জন্য এই লঙ্কানকে নিষেধাজ্ঞা দিলো সিএ
তবে নতুন করে পাওয়া এই ১০ বছরের নিষেধাজ্ঞা তার আগের ২০ বছরের সঙ্গে বাড়তি যোগ হবে না, বরং এর মধ্যেই থাকবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজ্য অ্যাসোসিয়েশনগুলো, বিগ ব্যাশ বা মেয়েদের বিগ ব্যাশ, কোথাও তিনি কোনো ধরনের কাজ করতে পারবেন না ২০৪৪ সাল পর্যন্ত। নিষেধাজ্ঞার মেয়াদ শেষের সময় তার বয়স হবে ৭২ বছর।
৫২ বছর বয়সী এই লঙ্কান কোচিং স্টাফে দায়িত্ব পালনের পর বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে সিএ। সামারাবিরা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে তদন্তে অংশ নিতে চাননি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।
তার ছোট ভাই থিলান সামারাবিরা ক্রিকেট বিশ্বে আরও অনেক বেশি পরিচিত নাম। শ্রীলংকার হয়ে ৮১ টেস্ট ও ৫৩ ওয়ানডে তিনি খেলেছেন। বাংলাদেশ, শ্রীলংকা, নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা ছাড়াও নানা দলে দায়িত্ব পালন করেছেন তিনি।
জাফরান