ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

তিলকের সেঞ্চুরিতে এগিয়ে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:১৯, ১৪ নভেম্বর ২০২৪

তিলকের সেঞ্চুরিতে এগিয়ে ভারত

সেঞ্চুরির পর লাফিয়ে তিলক ভার্মার উল্লাস

তিলক ভার্মার বিধ্বংসী সেঞ্চুরির সুবাদে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে তারা। পাশাপাশি টি-টোয়েন্টিতে নতুন এক বিশ্বরেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়া।

 

সেঞ্চুরিয়ানে এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তাড়া দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিলক ভার্মা।

সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরে যায় ভারত। সিরিজ নির্ধারণী শেষ ও চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে আগামী শুক্রবার, জোহানেসবার্গে।

এই ম্যাচে ২০০ এর বেশি রান সংগ্রহ করে টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে ভারত। ২০২৪ সালে আজসহ মোট ৮ বার ২০০ এর বেশি স্কোর করেছে তারা। এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।

 

এমএম

×