ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শেষ আটে চোখ ফ্রান্স, ইতালি, পর্তুগালের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪০, ১৩ নভেম্বর ২০২৪

শেষ আটে চোখ ফ্রান্স, ইতালি, পর্তুগালের

.

ইউরোপিয়ান ফুটবলের অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট উয়েফা নেশন্স লিগের চলমান আসরের কোয়ার্টার ফাইনালে খেলার দ্বারপ্রান্তে আছে তিন পরাশক্তি ফ্রান্স, ইতালি ও পর্তুগাল। তিনটি দেশ তাদের নিজ নিজ ম্যাচে শেষ আট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে। আজ রাতে গ্রুপ ২ এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ঘরের মাঠে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে ইসরাইলের বিরুদ্ধে। অন্যদিকে শুক্রবার রাতে গ্রুপ ১ এর ম্যাচে পোল্যান্ডের মোকাবিলা করবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। 
কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের। দুই লেগের কোয়ার্টার ফাইনাল ২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে। আর জুনে অনুষ্ঠিত হবে ফাইনাল। ইতোমধ্যেই আসরের শেষ আটের টিকেট পেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। আগামী সপ্তাহে গ্রুপ পর্বের শেষ দুই রাউন্ডের পর আরও ছয়টি দল নিশ্চিত হবে। অপরাজিত ইতালি ও পর্তুগালের শেষ আটে উঠতে হলে তাদের বকি দুই ম্যাচে এক পয়েন্টই যথেষ্ট। ফ্রান্স দল থেকে আরও একবার ছিটকে গেছেন কিলিয়ান এমবাপে। কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টারের ভালোর জন্যই এই ম্যাচ দুটি থেকে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। উরুর হালকা ইনজুরির কারণে গত মাসের ম্যাচগুলো থেকে ফরাসি অধিনায়ক এমবাপেকে বাদ দেয়া হয়েছিল। 

×