ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

মেয়েদের সাফজয়, কিন্তু বার বার কেন ব্যর্থ হচ্ছে পুরুষ দল!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২৩:০৩, ১৩ নভেম্বর ২০২৪

মেয়েদের সাফজয়, কিন্তু বার বার কেন ব্যর্থ হচ্ছে পুরুষ দল!

বাংলাদেশ ফুটবল দল

সাফ নারী চ্যাম্পিয়নশিপ থেকে অনুপ্রেরণা নিয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে জয়ের লক্ষ্য নিয়ে নামলেও সেই জয় অধরাই থেকে যায়। বরং নতুন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সামনে দর্শকদের হতাশ করে ১-০ গোলে পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের দলকে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হাভিয়ের কাবরেরার দলের বিপক্ষে একমাত্র গোলটি করেন মালদ্বীপের ফরোয়ার্ড আলি ফাসির। ম্যাচের ১৮তম মিনিটে হামজা মোহাম্মদের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন ফাসির, যা বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার পক্ষে রুখে দেয়া সম্ভব হয়নি। 

অথচ ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে বেশ আধিপত্য দেখিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। একের পর এক আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল হজমের পরপরই সোহেল রানার বাম পায়ের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়, যা ছিল স্বাগতিকদের ম্যাচে ফেরার সুযোগ। এরপরও বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও সফল হয়নি তারা।

৩০ মিনিটে ইসা ফয়সালের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিমের শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষদিকে রাকিব হোসেন ও সোহেল রানার শট মালদ্বীপের রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি। মোরসালিনের কর্নার থেকে রানার শট পোস্টে লেগে ফেরত আসায় হতাশ হতে হয় বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা শাহরিয়ার ইমন, চন্দন রায় ও মজিবর রহমান জনিকে নামিয়ে আক্রমণ বাড়ানোর চেষ্টা করেন। মাঠে গতি বাড়লেও মালদ্বীপের রক্ষণভাগের উপর চাপে থেকেও বাংলাদেশ গোলের দেখা পায়নি। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে মজিবরের জোরালো শটও প্রতিহত করেন মালদ্বীপের গোলরক্ষক।

অন্যদিকে, মালদ্বীপও কয়েকবার কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এমন পরাজয় দলের আত্মবিশ্বাসে কিছুটা প্রভাব ফেললেও, সামনের ম্যাচগুলোতে বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের উন্নতি করে ঘুরে দাঁড়ানোর আশা করছে।

শহিদ

×