ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ইমরুলের অবসর

প্রকাশিত: ১৬:৪৪, ১৩ নভেম্বর ২০২৪

টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ইমরুলের অবসর

ইমরুল কায়েস

৩৭ বছর বয়সে এসে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। ৫ বছর আগে ভারত সফরে কলকাতায় দিবারাত্রির ঐতিহাসিক টেস্ট খেলার পর আর সুযোগ পাননি। তাকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে অনেকবার নানা আলোচনা চললেও তা আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন তিনি। ২০০৮ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক হয় ইমরুলের। তার ঠিক ১ বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু করেন এ ব্যাটার। 

ইমরুল ৩৯ টেস্ট খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন। তার আছে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি। সর্বোচ্চ ১৫০ রানের ইনিংস খেলেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে। 

সেই ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ৩১২ রানের ওপেনিং জুটি গড়েন যা এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেটে জুটির রেকর্ড। 
 
আগামী ১৬ নভেম্বর খুলনা বিভাগের পক্ষে শেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলবেন ইমরুল। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ১৩৭ ম্যাচ  খেলে ৭৯৩০ রান করেছেন। আছে ২০ সেঞ্চুরি ও ২৭ ফিফটি। সর্বোচ্চ ২০৪ রানের ইনিংস খেলেছেন তিনি।

মামুন

×