.
রুমেল খান ॥ একদিকে ১৮৫ ফিফা র্যাঙ্কিংধারী ‘দ্য বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ। অন্যদিকে ১৬৩ র্যাঙ্কিংধারী ‘রেড স্ন্যার্পাস’ খ্যাত মালদ্বীপ। প্রায় ১৩ মাস পর দল দুটি দুই ম্যাচের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে (নভেম্বরের ফিফা উইন্ডো)। আজ বুধবার সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায়।
সর্বশেষ তিন ম্যাচে মালদ্বীপের কাছে হারেনি বাংলাদেশ। দুটিতে জিতেছে, একটিতে ড্র করেছে। এই মালদ্বীপের বিপক্ষে গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল লাল-সবুজ বাহিনী। ফলে আজ হোম ভেন্যুতে ওই ম্যাচের জয় বাংলাদেশ দলকে নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে। দুই মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বাংলাদেশের চাওয়া মূলত দুটি। প্রথমটি র্যাঙ্কিংয়ের উন্নতি করে এএফসি কাপের বাছাইয়ের ড্রয়ে পট-থ্রি-তে থাকা। দ্বিতীয়টি বছরের শেষ উইন্ডো জয়ের রঙে রাঙানো।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২২ ধাপ এগিয়ে মালদ্বীপ। তারপরও হেড টু হেডের পরিসংখ্যানে এখনো এগিয়ে আছে বাংলাদেশ। দুদল এ পর্যন্ত ১৮ বার পরস্পরকে মোকাবিলা করেছে। বাংলাদেশ জিতেছে ৮ বার, মালদ্বীপ জিতেছে ৬ বার। বাকি ৪ ম্যাচ ড্র হয়।
ম্যাচ দুটি সামনে রেখে বাংলাদেশ দল কোচ জাভিয়ের ক্যাবরেরার অধীনে গত ১ নভেম্বর থেকে ক্যাম্প শুরু করে। দুদফায় খেলোয়াড়রা এই অনুশীলন ক্যাম্পে যোগ দেন। প্রথম দফায় ১ নভেম্বর বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা বাদে বাকিরা যোগ দেন। সে সময় কিংস ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ নিয়ে ব্যস্ত ছিল। ৫ নভেম্বর কিংসের খেলোয়াড়রা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। ক্যাবরেরার দলে এবার অবশ্য নেই গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলার। ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় (প্রথমবারের মতো সন্তানের বাবা হবেন তিনি) নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া থাকছেন না। আরেক প্রবাসী ফুটবলার ডিফেন্ডার তারেক কাজী ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষও নেই। বিশ্বনাথ নেই চোটের কারণে। আর তারিক নেই ফিনল্যান্ডে বাধ্যতামূলক আর্মি ট্রেনিংয়ে যোগ দেওয়ায়।
ফলে বাংলাদেশের ডিফেন্স লাইন একটু নড়বড়েই মনে হচ্ছে। তবে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ ক্যাবরেরা আশাবাদী ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে নিজেদের সেরাটাই উপহার দিতে পারবে তার শিষ্যরা। এ প্রসঙ্গে ক্যাবরেরা বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা ফর্টিসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছি, যেটা ছিল ইতিবাচক ব্যাপার। আমি চাই, ছেলেরা সমর্থকদের জন্য খেলুক, দায়িত্ব নিয়ে খেলুক এবং ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরম্যান্স করুক।’
জামাল ভুঁইয়ার পরিবর্তে এবার ম্যাচে অধিনায়কত্ব করবেন ডিফেন্ডার তপু বর্মণ। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে কোচ সব বলে দিয়েছেন। এ জায়গায় আমাদের কি করণীয়, সেটা সবাই জানে। কালকে প্রমাণ দিতে হবে আমাদের যে, আমরা কাজ করেছি, আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দলের সবার প্রতি আমার বিশ্বাস আছে, বিশ্বাস রাখছি।’ তপু আরও বলেন, ‘ফর্টিসের বিপক্ষে ওই ম্যাচ দুটোয় আমাদের জন্য জয় মূখ্য ছিল না, সেখানে আমরা কি করেছি, কি ভুল করেছি, সেটা আমরা বুঝতে চেষ্টা করেছি, কাজ করেছি, সেটা যদি আমরা মাঠে প্রয়োগ করতে পারি, তাহলে আশা করি ভালো করতে হবে। আমরা মালদ্বীপের সঙ্গে যে ম্যাচগুলো খেলেছি এবং মালদ্বীপ অন্য যাদের সঙ্গে খেলেছে, সেই ভিডিওগুলো আমরা দেখেছি, কোচ ওদের শক্তি এবং দুর্বলতার দিক নিয়ে কাজ করেছে। সবশেষ আমরা ভুটানের সঙ্গে খেলেছি, এরপরে দুই মাসের গ্যাপ ছিল। তবে আমরা ফিট আছি। মালদ্বীপ শক্তিশালী দল, তাদের আমরা সেই সম্মান দিয়ে মাঠে নামব।’
এদিকে ফেডারেশনের অভ্যন্তরীণ সংকটে মাত্র ১৫ দিনের অনুশীলন করে ঢাকায় ম্যাচ খেলতে এসেছে মালদ্বীপ দল। তবে দেশটির ক্লাব মাজিয়া স্পোর্টস অবশ্য খেলার মধ্যেই ছিল। সম্প্রতি ক্লাবটি এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছে। সেই দলের ১৬ ফুটবলার আছে বর্তমান দলে। তাই মালদ্বীপের কোচ আলী সুজেইন আশাবাদী জয় দিয়েই শুরু করার। তিনি বলেন, ‘আমাদের কিছু সমস্যা আছে, সবাই জানেন।
এজন্য আমরা দীর্ঘ বিরতিতে পড়েছি। আমরা খুব বেশি দিন অনুশীলনের সুযোগ পাইনি। তবু দুটি ম্যাচেই জয় চাই। যে পরিস্থিতি কাটিয়ে আমরা মাঠে ফিরছি, এটার জন্য জয়টা বেশি দরকার। আমাদের লক্ষ্য জেতা। আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড় আইসাম ইব্রাহিম দলের সঙ্গে নেই, তবে হামজা মোহাম্মদ, ফাসির আলিসহ অন্য সবাই আছে। আমরাও ভালো দল।’ সুজেইন আরও বলেন, ‘এই মাঠ বাংলাদেশের খেলোয়াড়দের যেমন পরিচিত, এখানে তারা যেমন শক্তিশালী, এই মাঠ আমাদের খেলোয়াড়দের জন্যও একেবারে অপরিচিত নয়। কারণ মাজিয়া এফসির হয়ে এখানে অনেকেই খেলেছে, ভালো মাঠ, পিচ ভালো, পাসিং ফুটবল খেলা সম্ভব, যেটা আমাদের আক্রমণভাগের খেলোয়াড়দের সহযোগিতা করবে।’