ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

শান্তর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলবেন শাহাদাত

প্রকাশিত: ২১:৩১, ১২ নভেম্বর ২০২৪

শান্তর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলবেন শাহাদাত

নাজমুল হোসেন শান্তর পরিবর্তে টেস্ট দলে ফিরেছেন মিডলঅর্ডার শাহাদাত হোসেন দিপু

গ্রোয়েন ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্ক্যান রিপোর্টে নিশ্চিত হয়েছে আগামী ২ সপ্তাহ ক্রিকেটে বাইরে থাকতে হবে তাকে। সে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন ২ টেস্টের সিরিজও খেলতে পারবেন না তিনি। সোমবারই বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর মঙ্গলবার রাতে বিসিবি জানিয়েছে, শান্তর পরিবর্তে টেস্ট দলে নেওয়া হয়েছে ডানহাতি মিডলঅর্ডার শাহাদাত হোসেন দিপুকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ খেলবে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচের সিরিজ। টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশ দলের এই সফর। ২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট এবং ৩০ নভেম্বর জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। এই সিরিজের জন্য শান্তকে অধিনায়ক করে রবিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

তবে আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে চলমান ৩ ওয়ানডের সিরিজে দ্বিতীয়টিতেই কুঁচকির ইনজুরিতে পড়েন নাজমুল হোসেন শান্ত। পরদিন এমআরআই স্ক্যানের পর জানা যায় ইনজুরি থেকে সেরে উঠতে ২ সপ্তাহের মতো সময় লাগেবে তার। প্রথম দুই ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন শান্ত। প্রথম ওয়ানডেতে ৪৭ ও দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রান করেন তিনি।

তৃতীয় ওয়ানডে শান্ত খেলতে পারেননি এবং বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ সফরেও ২ টেস্ট খেলতে পারবেন না তিনি। এবার ২২ বছর বয়সী শাহাদাত হোসেন দিপুকে ফেরানো হয়েছে টেস্ট দলে। তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন। 

শাহাদাত হোসেন দিপু ইতোমধ্যেই ৪ টেস্ট খেলেছেন বাংলাদেশের হয়ে। গত বছর নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে টেস্ট অভিষেক হয় তার। সর্বশেষ এ বছর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে টেস্ট খেলেছেন তিনি। ৮ ইনিংস ব্যাট করে ১৪.৭৫ গড়ে মাত্র ১১৮ রান করতে পেরেছেন তিনি। সর্বোচ্চ ৩১।

এরপরও শাহাদাতকে ফেরানো হয়েছে চলমান প্রথম শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চট্টগ্রাম বিভাগের হয়ে সর্বশেষ ৪ দিনের ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে ১১৬ রানের ইনিংস খেলার কারণে।

মামুন

×