ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

৩০ ডিসেম্বর শুরু বিপিএল, ফাইনাল ৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২১:১২, ১২ নভেম্বর ২০২৪

৩০ ডিসেম্বর শুরু বিপিএল, ফাইনাল ৭ ফেব্রুয়ারি

৩০ ডিসেম্বর শুরু হবে একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ আসর

ফ্র্যাঞ্চাইজি টি২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর সোমবার। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন বিপিএলের চূড়ান্ত সুূচি ঘোষণা করেছে। ৩০ ডিসেম্বর সোমবার বেলা ১টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল। একই দিনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল মুখোমুখি হবে। এবার দেশের ৩টি ভেন্যু মিরপুর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী বছর ৭ ফেব্রুয়ারি মিরপুরে ফাইনাল দিয়ে শেষ হবে এবারের বিপিএল আয়োজন।

একাদশ এই আসরটিতে পুরনো ৪টি দলের সঙ্গে নতুন ৩টি দল যোগ হয়েছে। পুরনো দলগুলোর মধ্যে আছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা নেই এবার। ঢাকার ফ্র্যাঞ্চাইজি নতুন মালিকানায় ঢাকা ক্যাপিটাল, কয়েক মৌসুম পর ফিরে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নতুন মালিকানায় চিটাগং কিংস নামে খেলবে। একাদশ বিপিএল আসরের পূর্ণাঙ্গ সূচিবিপিএলে এবার সবমিলিয়ে ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগের মতোই প্রাথমিক রাউন্ডে ৭ দল পরস্পরের মধ্যে দুইবার করে মুখোমুখি হবে। প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রথম ম্যাচ বেলা ২টায় এবং রাতের ম্যাচ সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে। সপ্তাহের বাকি দিনগুলোয় প্রথম ম্যাচ বেলা ১টা ৩০ মিনিটে ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। 

টানা দুই দিন করে খেলা হওয়ার পর একদিন আছে পুরোপুরি বিশ্রাম। জরুরী প্রয়োজনে কোনো ম্যাচ নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত না হলে এই রেস্ট ডে কাজে লাগানো হবে তা আয়োজনের জন্য। শুধুমাত্র কোয়ালিফায়ার, এলিমিনেটর ম্যাচ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার এবং ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবার বিপিএলের প্রথম অংশে ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি ৮ ম্যাচ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় অংশে ৬-১৩ জানুয়ারি ১২টি ম্যাচ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬-২৩ জানুয়ারি তৃতীয় অংশে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৬ জানুয়ারি আবার মিরপুরে ফিরবে বিপিএল এবং ৭ ফেব্রুয়ারি ফাইনাল পর্যন্ত হবে বাকি ১৪টি ম্যাচ।

মামুন

×