ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

জাতীয় ক্রিকেট লিগ

আশরাফুলের স্পিন ঝলকে চট্টগ্রামের প্রথম জয়

প্রকাশিত: ২১:৫১, ১১ নভেম্বর ২০২৪

আশরাফুলের স্পিন ঝলকে চট্টগ্রামের প্রথম জয়

চট্টগ্রামের জয়ের নায়ক আশরাফুল নিয়েছেন ১০ উইকেট- ছবি: বিসিবি।

জাতীয় ক্রিকেট লিগের(এনসিএল) চতুর্থ রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম বিভাগ। আজ সোমবার (১১ নভেম্বর) কক্সবাজারে ম্যাচের তৃতীয় দিনেই বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে বন্দর নগরীর দলটি। সেঞ্চুরি হাঁকিয়েছেন শাহাদাত হোসেন দিপু। ম্যাচসেরা হয়েছেন দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়া আশরাফুল হাসান রোহান।

৩ উইকেটে ২০৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে চট্টগ্রাম বিভাগ। ইয়াসির এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৯৯ রানে আউট হয়ে যান তিনি। তানভীর ইসলামের বলে আউট হওয়ার আগে ১৪৯টি বল মোকাবেলা করেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও চারটি ছক্কা।

তবে সেঞ্চুরি হাঁকান দিপু। ১১৬ রান করেন তিনি। ২৪৯ বলের ধৈর্যশীল ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। তার ইনিংসে ছিল ১০টি চার। 

দিপুও তানভীরের বলে আউট হন। এছাড়া শামীম হোসেন ২১ রান করেন। আর কেউ ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলে চট্টগ্রাম অলআউট হয় ৩১৩ রানে। ফলে বরিশাল পায় ৬ রানের লিড। 

বরিশালের পক্ষে তানভীর চারটি, রুয়েল মিয়াঁ তিনটি এবং সোহাগ গাজী দুইটি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বরিশাল। মাত্র দুই জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছান। ২৬ বলে সর্বোচ ৩৩ রান করেন ফজলে মাহমুদ। ৫৪ বলে ১২ রান করেন ইফতেখার হোসেন ইফতি। 'ডাক' পান চার ব্যাটার। ফলে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায় বরিশাল বিভাগ।

আশরাফুল হাসান রোহান ৮.৩ ওভারে ২২ রান খরচ করে ছয়টি উইকেট শিকার করে চট্টগ্রামকে ধসিয়ে দেন। তিনটি উইকেট নেন স্পিনার নাঈম হাসান।

৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। সাদ্দাম হোসেন ও সাজ্জাদুল হক দ্রুতই আউট হয়ে গেলেও চট্টগ্রামের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইমন ও নাঈম হাসান। তাদের বিদায়ে ৪ রানে দুই উইকেট হারিয়েছিল চট্টগ্রাম।

ইমন ৩০ বলে হার না মানা ৪৬ রান এবং নাঈম ৩১ বলে হার না মানা ৩০ রান করেন। ফলে আট উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।

ইমন ৩০ বলে হার না মানা ৪৬ রান এবং নাঈম ৩১ বলে হার না মানা ৩০ রান করেন। ফলে আট উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।

এদিকে রাজশাহীতে আরেক ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে রংপুর বিভাগ। শেষ দিনে তাদের দরকার ৪ উইকেট, স্বাগতিকদের প্রয়োজন ২০১ রান।

মিরাজ/ রিয়াদ

×