ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

নিউজিল্যান্ডের নাটকীয় জয়

ফার্গুসনের হ্যাটট্রিক আর মিচেল হেইর বিশ্বরেকর্ড

প্রকাশিত: ১৩:৩০, ১১ নভেম্বর ২০২৪; আপডেট: ১৩:৪১, ১১ নভেম্বর ২০২৪

ফার্গুসনের হ্যাটট্রিক আর মিচেল হেইর বিশ্বরেকর্ড

ডাম্বুলায় অবিশ্বাস্য জয়ের আনন্দ কিউইদের

টি২০তে ১২০ রানের কম পুজি নিয়ে কখনো জেতেনি নিউজিল্যান্ড। প্রতিপক্ষকে ১১৫ রানের নীচে বেধে রেখে শ্রীলঙ্কাও কখনো হারেনি। এবার একই ম্যাচে দুই রেকর্ড মিলে গেল একই বিন্দুতে! ১০৮ রানে পুজি নিয়ে নিয়েও ৫ রানের নাটকীয় জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল কিউইরা। ১০৯ রাানের জয়ের লক্ষ্যে ১ বল বাকি থাকতে স্বাগতিক লঙ্কানদের ইনিংস গুটিয়ে গেছে ১০৩ রানে! 

১০৮ রানের পুঁজি নিয়েই এই ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। নিজেদের ক্রিকেটে যা নতুন কীর্তি অবশ্যই। সেই সঙ্গে শ্রীলঙ্কার মাঠেও এত কম রান নিয়ে কেউ কখনো টি২০ জেতেনি। এর আগে ১১৫ রান করে ম্যাচ জেতার নজির ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১৩ সালে কলম্বোয় হয়েছিল সেই ম্যাচ।

ডাম্বুলায় এমনি শ্বাসরুদ্ধকর  ম্যাচে বল হাতে দূর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন নিউজিল্যান্ড পেসার লুকি ফার্গুসন (২-০-৭-৩)। সতীর্থ মিচেল হেই উইকেটরক্ষক হিসেবে গড়েছেন এক টি২০ ম্যাচে সবোচ্চ ৬ ডিসমিসালের বিঞ্চ রেকর্ড। যার ৫টি ক্যাচ ও ১টি স্ট্যাম্পিং।

কিউইদের জয়ের নায়ক ফার্গুসন দুই ওভার মিলিয়ে পূরণ করেন হ্যাটট্রিক। ২ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। টি২০তে এই প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন ফার্গুসন। এই সংস্করণে টানা তিন বলে তিন উইকেট নেওয়া নিউ জিল্যান্ডের পঞ্চম বোলার তিনি। একাই দুবার হ্যাটট্রিকের কীর্তি আছে টিম সাউদির।

শেষ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। ফিফটি করে ক্রিজে ছিলেন ওপেনার পাথুম নিসাঙ্কা (৫১ বলে ৫২)। দ্বিতীয় বলে তাকে ফিরিয়েই আশা জাগান গ্লেন ফিলিপস। পরের তিন বলে বাকি দুই উইকেটও তিনি তুলে নিলে অবিশ্বাস্য জয়ের আনন্দে ভাসে নিউ জিল্যান্ড।

শেষ ওভারে ৩ উইকেট নেওয়া ফিলিপসের বোলিং বিশ্লেষণ ১.৫-০-৬-৩। দুটি শিকার ধরেন মাইকেল ব্রেসওয়েল। একটি করে স্যান্টনার ও জ্যাক ফউকসের।

এই ম্যাচে বিশ্বরেকর্ড হয়েছে দুটি। আন্তর্জাতিক টি২০তে এক ম্যাচে এর আগে ৫টির বেশি ডিসমিসাল ছিল না কারও। মাত্রই দ্বিতীয় টি২০ খেলতে নামা হেই ৫টি ক্যাচ নেওয়ার পাশাপাশি করেছেন একটি স্টাম্পিং। এর আগে ক্রিকেটের এই ফরম্যাটে এক ম্যাচে সর্বোচ্চ ৫ ডিসমিসাল ছিল ৪ জনের। মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ইরফান করিম (কেনিয়া), কিপলিন দোরিগা (পাপুয়া নিউগিনি) 

একইদিনে নিউজিল্যান্ড ইনিংসে ধস নামিয়ে বাংলাদেশের সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪--১৭-৪)। ঘরের মাঠে টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি চার বার ৪ বা এর অধিক উইকেট নেওয়ার রেকর্ড ছিল সাকিবের। তাতে এবার ভাগ বসিয়েছেন হাসারাঙ্গা। এরইমাঝে এই ফরম্যাটে অবসর নিয়েছেন সাকিব। হাসারাঙ্গা তাই খুব দ্রুতই হয়ত এই তালিকায় শীর্ষে উঠতে পারেন। তিনবার করে এ কীর্তি আছে যুজবেন্দ্র চাহাল (ভারত), ওবেদ ম্যাককয় এবং জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)।

মিরাজ  / জাফরান

×