ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

যুব এশিয়া কাপে আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ

প্রকাশিত: ২১:০৩, ৮ নভেম্বর ২০২৪

যুব এশিয়া কাপে আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ

আরব আমিরাতে যুব এশিয়া কাপ শুরু ২৯ নভেম্বর।

টানা তৃতীয়বারের মতো অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটের আসর আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গত বছর এখানে অনুষ্ঠিত দশম আসরে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল চ্যাম্পিয়ন হয়। এবারও আরব আমিরাতে ২৯ নভেম্বর শুরু হবে যুব এশিয়া কাপ ক্রিকেটের একাদশ আসর। ওয়ানডে ফরম্যাটে এই আসরটির ম্যাচগুলো দুই ভেন্যু দুবাই ও শারজাতে হবে। ৮ দলের এই আসরে ‘‘বি’’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে আফগানিস্তা্ন, শ্রীলঙ্কা ও নেপাল। 

দুবাইয়ে ২৯ নভেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসরটি। একই দিনে শ্রীলঙ্কা ও নেপালের যুবারা মুখোমুখি হবে শারজায়। ১ ডিসেম্বর নেপাল ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।  

‘‘এ’’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও জাপান। ৩০ নভেম্বর দুবাইয়ে চির্ প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের যুবারা মুখোমুখি হবে। একইদিনে শারজায় খেলবে স্বাগতিক আরব আমিরাত ও জাপান। ৪ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। দুবাইয়ে পাকিস্তান ও জাপান এবং শারজায় ভারত-আমিরাত ম্যাচ হবে সেদিন। 

৬ ডিসেম্বর দুবাই ও শারজায় দুটি সেমিফাইনাল এবং ৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসরটি।

মামুন/ রিয়াদ

×