ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও খেলবেন না মুশফিক

প্রকাশিত: ২০:৪২, ৮ নভেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও খেলবেন না মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তর্জনিতে চিড় ধরার কারণে আফগানদের বিপক্ষে পরের দুই ওয়ানডে খেলা হবে না তার। এখন জাতীয় দলের এক নির্বাচক জানিয়েছেন, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও খেলা হবেনা তার। কারণ ইনজুরি কাটিয়ে উঠতে অন্তত ১ মাস সময় লাগবে।

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তর্জনিতে আঘাত পান মুশফিক উইকেটকিপিংয়ের সময়। এরপর স্ক্যানে জানা যায় চিড় ধরেছে তার আঙ্গুলে। তাই সিরিজটি খেলা হচ্ছেনা তার। জাতীয় দলের এক নির্বাচক ক্রিকেট ভিত্তিক এক ওয়েবসাইটকে বলেছেন,‘‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি সময় লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।’’

ক্যারিবীয় ট্যুরে টেস্ট ছাড়াও তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যার শুরুটা হবে টেস্ট সিরিজ দিয়ে। সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলতে পারেন মুশফিক। তাকে নিয়ে ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেছেন,‘‘মুশফিক ভাইয়ের বিষয়টা দুঃখজনক, ইনজুরি হয়েছে।’’

মুশফিকের পরিবর্তে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডেতে অন্য কাউকে নেয়নি বাংলাদেশ দল। তবে স্কোয়াডেই আছেন দুই উইকেটরক্ষক জাকের আলী অনিক ও জাকির হাসান। তারা আবার টেস্ট দলেরও সদস্য ছিলেন সর্বশেষ দুই সিরিজে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরেও মুশফিক না থাকলে তারা দু’জন থাকবেন।

মামুন

×