ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ওয়ানডে থেকে অবসরের দিনক্ষণ জানালেন নবী

প্রকাশিত: ১৯:৩৫, ৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:৪০, ৮ নভেম্বর ২০২৪

ওয়ানডে থেকে অবসরের দিনক্ষণ জানালেন নবী

মোহাম্মদ নবী

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের তারিখ ঘোষণা করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। পাকিস্তানের মাটিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি খেলে বিদায় নেবেন এই এই তারকা অলরাউন্ডার।

 


আজ শুক্রবার (০৮ নভেম্বর) বিষয়টি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটকে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান।


তিনি বলেন, ‘হ্যা, চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেবেন নবী। তিনি তার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছেন। আমাকে আরো কয়েক মাস আগেই বিষয়টি জানিয়েছে। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।’


ডানহাতি এই স্পিন অলরাউন্ডারের বর্তমান বয়স ৩৯। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ৪০ পেরিয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের সাথে ওয়ানডে ম্যাচ খেলছে আফগানরা। প্রথম ম্যাচে জয়ের দেখাও পেয়েছে তারা। ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি চালিয়ে যাবেন নবী। এ ব্যপারে নাসিব খান বলেন, ‘সে ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চায়। এই পর্যন্ত এটাই তার প্ল্যান।’


স্কটল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালে ওয়ানডে অভিষেক হয় নবীর। সেই ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেন তিনি। এপর্যন্ত ১৬৫ ওয়ানডে ম্যাচে ২৭.৩০ গড়ে ৩৫৪৯ রান করেছেন এই আফগান অলরাউন্ডার। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭১ উইকেট।

Mojahid

×