ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

এবারও জাতীয় দলে যোগ দিচ্ছেন না এমবাপ্পে 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৪০, ৮ নভেম্বর ২০২৪

এবারও জাতীয় দলে যোগ দিচ্ছেন না এমবাপ্পে 

এমবাপ্পে

এবার ফিট থেকেও নেশন্স লিগে খেলছেন না এমবাপ্পে। এবারও ব্যাখ্যা দিয়েছেন দেশম। তবে সেখানে রেখেছেন অনেক ধোঁয়াশাই।
 
উয়েফা নেশন্স লিগে আগামী ১৪ নভেম্বর ইসরাইল ও ১৭ নভেম্বর ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। প্রথম প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও ২০২০ সালের ইউরো জয়ীদের সামলানোটা সহজ হবে না। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ফ্রান্স পাবে না তাদের বড় তারকা এমবাপ্পেকে।

এর আগে গত মাসেও ইসরাইল ও বেলজিয়ামের বিপক্ষে নেশন্স লিগের দুটি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। সেবার অবশ্য মাত্র ইনজুরি থেকে সেরে ওঠায় তাকে বিশ্রাম দিতে চেয়েছিলেন কোচ দেশম। যাতে ঝুঁকিতে পড়তে না হয়। তবে কোচের ব্যাখ্যায় মন ভরেনি সাবেক ফুটবলার ও সমর্থকদের। কারণ চোট কাটিয়ে ইতোমধ্যে ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন এ ফরোয়ার্ড। অভিযোগ উঠেছিল, রিয়াল মাদ্রিদকে গুরুত্ব দিতে গিয়ে জাতীয় দলকে উপেক্ষা করছেন তিনি।
 
ফ্রান্সের ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুট মার্কেতো তাদের এক প্রতিবেদনে আরও বড় অভিযোগ নিয়ে হাজির হয়। তারা উল্লেখ করে, ব্যালন ডিঅর জিততে এমবাপ্পের ফোকাস শুধুই ক্লাবের ম্যাচগুলোর দিকে। জাতীয় দলের হয়ে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলতে চান তিনি। নিজের এমন ইচ্ছার কথা নাকি জানিয়েছেন কোচ দেশমকেও।
 
নেশন্স লিগের জন্য বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঘোষণা করা ২৩ সদস্যের দলে এমবাপ্পের না থাকা সেটাই যেন আরও স্পষ্ট করলো। যদিও দেশমের দাবি, এমবাপ্পে থাকতে চেয়েছিলেন। তবে কিছু বিষয় না মেলায় তাকে বাদ রেখেই দল ঘোষণা করেছেন।
 
এমবাপ্পে না থাকা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে দেশম বলেন, আমার তার (এমবাপ্পের) সঙ্গে আলোচনা হয়েছে। আপনাদের কাছে হয়তো তথ্য আছে অথবা নেই। আমি সরাসরি-ই কিলিয়ানের সঙ্গে কথা বলেছি। আমরা কিছু বিষয়ে এক হতে পারিনি। কিন্তু সিদ্ধান্ত নেয়ার দায়বদ্ধতা আমার-ই। এখানে (দলে রাখা না রাখার) সিদ্ধান্ত আমি নিয়েছি। আমি আমারও বলছি, কারণ এটা এভাবেই ভালো।
 
সিদ্ধান্তটা এমবাপ্পের জন্য ভালো নাকি ফ্রান্সের জন্য ভালো, এমন প্রশ্নে অবশ্য স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি। শুধু বলেছেন, এটা এভাবেই ভালো।
 
এমবাপ্পে চাইলেও দল ঘোষণায় নিজেকে রাখতে বা সরাতে পারেন না বলেও মন্তব্য করেছেন ফ্রান্স কোচ। তিনি বলেন, আমার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়, খেলোয়াড়ই। তারা মাঠে অংশ নিতে পারে কিন্তু দলে থাকা বা না থাকার সিদ্ধান্তে না। পরিস্থিতি বিবেচনায় আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আমি জানি, এটা সংবাদমাধ্যমে অনেক বেশি দৃষ্টি কাড়বে। কিন্তু আমি ব্যাখ্যায় যেতে চাই না। কারণ আমি সেটার প্রয়োজন দেখছি না।
 
জাতীয় দলের হয়ে সবশেষ গত ৯ সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে খেলেছিলেন এমবাপ্পে। অন্যদিকে ক্লাবের হয়ে নিয়মিত খেললেও খুব একটা সুবিধা করতে পারছেন না। হারের থেকে বাঁচাতে পারছেন না রিয়ালকেও।

শহিদ

×