ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কিং-কার্টির সেঞ্চুরিতে উইন্ডিজের সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫০, ৮ নভেম্বর ২০২৪

কিং-কার্টির সেঞ্চুরিতে উইন্ডিজের সিরিজ জয়

সিরিজ জয়ের আনন্দ উইন্ডিজ ক্রিকেটারদের

ইংলিশদের বিপক্ষে জয় দিয়েই ওয়ানডে সিরিজের মিশন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা টেনেছিল ইংল্যান্ড। সেইসঙ্গে বার্তা দিয়েছিল সিরিজ জয়ের। কিন্তু শেষ পর্যন্ত তা আর হতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীদের ৪২ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। জোড়া সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ব্র্যান্ডন কিং এবং কিচি কার্টি।
সিরিজ নির্ধারণী ম্যাচে ব্রিজটাউনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৩ রান তুলে ইংল্যান্ড। যেখানে ওপেনার ফিল সল্ট করেন সর্বোচ্চ ৭৪ রান। ডান মৌসলেইর ব্যাট থেকে আসে ৫৭ রান। শেষ দিকে জোফরা আর্চার অপরাজিত থাকেন ১৭ বলে ৩৮ রানে। তাতেই নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ২৬৩। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ম্যাথু ফোর্ড। 
জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস ১৯ রান করে সাজঘরে ফিরলেও জয়ের পথ প্রস্তুত করে দিয়ে আসেন ব্র্যান্ডন কিং। ১১৭ বলে ১০২ রানের ইনিংস খেলে কিং ফিরলে দ্বিতীয় উইকেটে আড়াইশ’ পেরিয়ে যায় ক্যারিবীয়রা। এদিন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কিচি কার্টিও। এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৪ বলে ১২৮ রানে। তাতে ৪২ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে নিশ্চিত হয় ২-১ ব্যবধানে সিরিজ জয়। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ব্র্যান্ডন কিং আর সিরিজ সেরা নির্বাচিত হন ম্যাথু ফোর্ড।

×