ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মালদ্বীপের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচের সিরিজ

জিততে আত্মপ্রত্যয়ী বাংলাদেশ 

প্রকাশিত: ২০:২৪, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:২৪, ৭ নভেম্বর ২০২৪

জিততে আত্মপ্রত্যয়ী বাংলাদেশ 

বসুন্ধরা কিংস এ্যারেনায় অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল (ছবি : বাফুফে)

আগামী ১৩ ও ১৬ নভেম্বর ঢাকার বসুন্ধরা কিংস এ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ উপলক্ষে গত ১ নভেম্বর ১৬ জনকে নিয়ে প্রাথমিক বা আংশিক স্কোয়াড ঘোষণা করেছিলেন বাংলাদেশ কোচ জাভিয়ের ক্যাবরেরা। বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটান থাকায় ওই ক্লাবের ফুটবলারদের বাদ দিয়েই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন ক্যাবরেরা। সোমবার কিংস থেকে বাকি ১১ ফুটবলারকে ডাকেন কোচ।

আজ বৃহস্পতিবার কিংস এ্যারেনায় অনুশীলন করেছে লাল-সবুজ বাহিনী। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তিনি বলেছেন, ‘আগে মালদ্বীপের সঙ্গে খেলতে আমরা ভয়ে থাকতাম। তবে সর্বশেষ তিন ম্যাচে আমরা তাদের কাছে হারিনি। সাফে ও বিশ্বকাপ বাছাইপর্বে জিতেছি। আর বিশ্বকাপে বাছাইপর্বে একটি ম্যাচে ড্র করেছি। আমাদের পারফর্মেন্স আগের চেয়ে ভালো। এখন চেষ্টা করবো এটা ধরে রাখার। আশা করি ঘরের মাঠে এবার দুটি ম্যাচেই তাদের হারাতে পারবো। আমিও চেষ্টা করবো গোল করতে বা করাতে। আগের ম্যাচগুলোতে যেসব ভুল করেছি, কোচ সেগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে শুধরে দিচ্ছেন।’

সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন, ‘জেতার জন্য যে কৌশল অবলম্বন করা দরকার, আমরা সেভাবেই খেলবো। ছেলেরা প্রস্তুত হচ্ছে তাদের সর্বোচ্চটা দেয়ার জন্য। তারা জানে তাদের দায়িত্ব কি। দেশের মাটিতে অনেকদিন পর আমরা খেলতে মুখিয়ে আছি। দর্শকরাই আমাদের প্রেরণা। তাদের নিরাশ করবো না। আমাদের টার্গেট হচ্ছে জেতা। ইনশাল্লাহ দিন শেষে বাংলাদেশের পতাকটা উঁচুতেই থাকবে।’      

রুমেল খান

×