ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ট্রাম্পকে ফিফা সভাপতির অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫৬, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ২৩:৫৭, ৬ নভেম্বর ২০২৪

ট্রাম্পকে ফিফা সভাপতির অভিনন্দন

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

‘মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের একটি দুর্দান্ত ফিফা বিশ্বকাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ হবে! বিশ্বকে একত্রিত করে ফুটবল।’ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমনই এক অভিনন্দন বার্তা দিয়েছেন এবং সেটা ডোনাল্ড ট্রাম্পকে, যিনি বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে ফের মসনদে বসেছেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে হারিয়েছেন। ফলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে অধিষ্ঠিত হতে যাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফলে তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। বেশিরভাগ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রেই। এছাড়া ক্লাব বিশ্বকাপের আসরও বসবে সেখানে। তাই ফুটবল বিশ্বের নজরও এখন এই দেশের দিকে।  প্রথম ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তখন দু’বার তিনি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

×