ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৬, ৬ নভেম্বর ২০২৪

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ২৯ বছর পর শারজায় আজ ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। আর শারজায় আজকের ম্যাচটি ঐতিহাসিক। কারণ বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে এই ভেন্যুতে আজ ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ ২ স্পিনার ও ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। জাকির হাসান, সৌম্য সরকার দুজনই ফিরেছেন একাদশে। 

আফগানিস্তানের হয়ে অভিষেক ক্যাপ পেয়েছেন বাঁহাতি ওপেনার সেদিকউল্লাহ অটল। ইমার্জিং টিমস এশিয়া কাপে ধারাবাহিক পারফর্ম্যান্সের পুরষ্কার পেয়েছেন তিনি। 

বাংলাদেশের একাদশ:
জাকির হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম,  মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ:
হযরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নানজেয়ালিয়া খরোত, গজনফর, ফজলহক ফারূকী।

মামুন/টুম্পা

×