ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

নারী ফুটবলের সুসময়েও ভাগ্যবদল হয়নি মনিকা চাকমার

প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ০০:৪৯, ৬ নভেম্বর ২০২৪

নারী ফুটবলের সুসময়েও ভাগ্যবদল হয়নি মনিকা চাকমার

মনিকা চাকমা

সাফ ফুটবল জয়ের আনন্দ সমতল ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পাহাড়ের অজপাড়া গাঁয়েও। আনন্দের ঢেউ লেগেছে মনিকা চাকমার গ্রামের বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম সুমন্তপাড়ায়। যে গ্রাম থেকে মনিকা চাকমা এখন জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড়। তবে, বারবার শিরোপা এনে দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করালেও ভাগ্যবদল হয়নি মনিকা চাকমার। প্রতিশ্রুতির বন্যায় ভাসলেও মনিকার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এবারের সাফ ফুটবলে মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার গোলে শিরোপা ধরে রেখেছে লাল-সবুজের মেয়েরা। তবে, বিজয়ানন্দ উদযাপনের সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের রাস্তা, ব্রিজ, বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা না করায় হতাশ মনিকার পরিবার ও প্রতিবেশীরা।
মনিকা চাকমার বাবা বিন্দু কুমার চাকমা বলেন, সাফ ফুটবলে বাংলাদেশ জয়লাভ করায় আমিও খুশি, গ্রামবাসীরাও খুশি। এ জয়ে খুশি পুরো উপজেলা তথা জেলাবাসী। মনিকা চাকমা বাড়িতে না থাকলেও পাহাড়িদের পাশাপাশি অনেক বাঙালিও তার বাবা-মার কাছে ছুটে গেছেন আনন্দ ভাগাভাগি করতে। স্থানীরা বলেন, মনিকা চাকমা যেন আগামী সাফ নারী ফুটবলে খেলে টানা তৃতীয়বারের মতো বিজয় ছিনিয়ে আনতে পারে সেই প্রত্যাশা এখন। 
মনিকার বেড়ে ওঠা সহজ ছিল না। তার গ্রামে যেতে হলে দুর্গম কাঁচা রাস্তা ও সাঁকো পার হয়ে যেতে হয়।

×