এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইনজুরিতে পড়েছেন নেইমার
২০২৩ সালে ইনজুরিতে পড়ার পর দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে। অক্টোবর মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হয় তার। আল আইনের বিরুদ্ধে ওই ম্যাচে সেলেসাও সুপারস্টার গোল বা অ্যাসিস্ট না পেলেও তার মাঠে ফিরতে পারা নিয়েই স্বস্তি পেয়েছিল সমর্থকরা। কিন্তু প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ফের ছিটকে যাওয়ার শঙ্কায় নেইমার। ইস্তেঘাল এফসির বিরুদ্ধে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ইস্তেঘাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল হিলাল। সার্বিয়ান তারকা আলেক্সান্দার মিত্রোভিচের হ্যাটট্রিকে বড় জয় পায় তারা। তবে বড় জয়ের দিনেও আল হিলালের জন্য হতাশার কারণ নেইমারের ইনজুরি। এসিএল ইনজুরি কাটিয়ে দীর্ঘ এক বছর পর মাঠে ফিরেছিলেন নেইমার। গত ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করা নেইমার।
একই টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে ফের মাঠে নামেন সাবেক বার্সেলোনা তারকা। ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। তবে মাঠে ফেরাটা সুখকর হয়নি নেইমারের। ৩০ মিনিটও খেলতে পারেননি। তার আগেই ডান পায়ের পেছনের দিকে চেপে ধরে মাঠে শুয়ে পড়েন। বাধ্য হয়ে আল হিলালের কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। এক বছর পর মাঠে ফিরে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৪৭ মিনিট খেলেই ফের ইনজুরিতে পড়েছেন।
জানা গেছে, উরুর ইনজুরিতে পড়েছেন নেইমার। তবে তার এই ইনজুরি কতটা মারাত্মক তা এখনো পরিষ্কার নয়। ফলে মাঠে ফিরতে তার ঠিক কতদিন লাগবে তাও নিশ্চিত নয়। তবে আশঙ্কা করা হচ্ছে, যেভাবে বারবার ইনজুরিতে পড়ছেন নেইমার তাতে তার ২০২৬ বিশ্বকাপে খেলা আরও অনিশ্চিত হয়ে যাচ্ছে। অবশ্য নেইমার তার সমর্থকদের আশ্বস্ত করছেন। ম্যাচের পর ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, ‘আশা করি, এটা বড় কিছু নয়...এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।’
দ্বিতীয় ম্যাচে আরেকটু বেশি সময় খেলার চ্যালেঞ্জ ছিল নেইমারের। ঝামেলা হয়ে গেছে এখানেই। এ প্রসঙ্গে নেইমার জানিয়েছেন, লম্বা সময় পর ফেরার কারণে পেশির এমন সমস্যা নিয়ে তাকে আগেই সতর্ক করেছিলেন চিকিৎসকরা। নেইমার বলেন, এটা ক্যাম্পের মতো অনুভূত হয়েছিল। খুবই শক্তিশালী। আমি কিছু পরীক্ষা করতে যাচ্ছি। আমি আশা করি এটি খুব গুরুতর কিছু নয়।
নেইমার আরও বলেন, এক বছর পর এটি হওয়া স্বাভাবিক। ডাক্তাররা ইতোমধ্যে আমাকে সতর্ক করেছিলেন। তাই আমাকে সতর্ক থাকতে হবে। গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে আসার পর কেবল ৭ ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। নিবন্ধন না করায় সৌদি প্রো লিগে তিনি আল হিলালের হয়ে আগামী জানুয়ারির আগে খেলতে পারবেন না। নেইমারের ইনজুরিতে আল হিলালের অবশ্য খুব বেশি চিন্তার কারণ নেই। সৌদি প্রো লিগের স্কোয়াডে না থাকায় আগামী দুই ম্যাচ নেইমার এমনিতেও খেলতে পারতেন না। আশা করা হচ্ছে, আগামী ২৬ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল সাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের প্রত্যাবর্তন হবে নেইমারের।