আফগানদের অনুশীলনে তারকা অলরাউন্ডার রশিদ খান
ওয়ানডেতে ১৬ দেখায় ১০ জয় বাংলাদেশের, আফগানিস্তানের জয় ৬ ম্যাচে। কিন্তু পরিসংখ্যানটা যদি হয় সামগ্রিক এবং সাম্প্রতিক, তবে অনেক ক্ষেত্রেই এগিয়ে আফগানিস্তান। সর্বশেষ ওয়ানডে ও টি২০Ñ দুটি বিশ্বকাপেই দুর্দান্ত খেলা রশিদ-নবীদের সঙ্গে কি পারবে বাংলাদেশ? বাস্তবতা কঠিন, ভীষণ কঠিন। ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানদের বিপক্ষে জয় পেলেও বাকি আট ম্যাচের সাতটিতেই হারে বাংলাদেশ।
বিপরীতে চার জয়ের পথে ইংল্যান্ড, পাকিস্তানকে বধ করে রীতিমতো কাঁপিয়ে দেয় মোহাম্মদ নবী, রশিদ খানের দল। এরপর মার্কিন মুলুকে ২০২৪ টি২০ বিশ্বকাপে পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠেছিল সেমিফাইনালে। বিপরীতে কিংস্টনে গ্রুপ-১ এর ম্যাচে আফগানদের কাছে ৮ রানের হারে শেষ হয়েছিল বাংলাদেশের যাত্রা। শারজায় তিন ওয়ানডের দিপক্ষীয় এই সিরিজে তাই অনেকটাই ফেভারিট হাশমতউল্লাহ শহীদির আফগানিস্তান।
রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবি, ফজল হক ফারুকি ও রশিদ খান এখন শুধু আফগানিস্তান নয়, বিশ্ব ক্রিকেটেরই অন্যতম বড় নাম। আন্তর্জাতিক ক্রিকেট মাড়িয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হট-কেক। বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো দলের জন্যই ভয়ংকর। যুদ্ধবিধ্বস্ত আফগানদের জন্য মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত হচ্ছে ‘দ্বিতীয় হোম’ ভেন্যু। এই শারাজয় নিজেদের শেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জিতেছে আফগানরা। গত মার্চে আয়ারল্যান্ডকে ২-০তে হোয়াইটওয়াশ করার পর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছে ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দিয়ে তুলে নেয় ৬ উইকেটের জয়। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বাঁহাতি পেসার ফারুকি।
দ্বিতীয় ওয়ানডেতে ঝড় তোলেন ব্যাটাররা। গুরবাজের (১১০ বলে ১০৫) দুর্দান্ত সেঞ্চুরি এবং রহমত শাহ (৬৬ বলে ৫০) ও আজমতউল্লাহ ওমরজাইর (৫০ বলে অপরাজিত ৮৬) জোড়া হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩১১ রানে বড় স্কোর গড়ার পর প্রোটিয়াদের ১৩৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১৭৭ রানের বিশাল জয় তুলে নেয় শহীদির দল। মাত্র ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে এবার ম্যাচসেরা লেগস্পিনার রশিদ খান।
ক্যারিয়ারে ১০৫ ওয়ানডেতে রশিদের শিকার ১৯০ উইকেট। ৫ উইকেট নিয়েছেন পাঁচ বার। ৪ উইকেট ৬ বার। টেল-এন্ডে ব্যাট হাতেও পারদর্শী। ৩৪ ম্যাচে বাঁহাতি পেসার ফারুকি নিয়েছেন ৪৮ উইকেট। ৪ উইকেট ৫ বার। ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দি নাজমুল হোসেন শান্তদের জন্য বড় পরীক্ষা হয়ে দেখা দিতে পারেন এই দুই বোলার। অবশ্য ইনজুরির কারণে দলে নেই তারকা ওপেনার ইব্রাহিম জাদরান ও অফস্পিনার মুজিব উর রহমান। আলোচনায় সেদিকউল্লাহ আতাল। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার ওমানে সদ্যসমাপ্ত টি২০ ফরম্যাটের ইমার্জিং এশিয়া কাপে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন।
যেখানে পাঁচ ইনিংসে তার রান যথাক্রমে ৮৩, অপরাজিত ৯৫ (বাংলাদেশের বিপক্ষে), ৫২, ৮৩ ও অপরাজিত ৫৫ (ফাইনালে)। তার হাত ধরে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারিয়ে এ টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান এ-দল। ইব্রাহিম জাদরান না থাকায় ওয়ানডে অভিষেক হতে পারে তরুণ এই ব্যাটারের। ব্যাটে-বলে দারুণ ভারসাম্যপূর্ণ এক দল আফগানিস্তান।