হাশমতউল্লাহ শহীদি
আগামিকাল (৬ নভেম্বর) বুধবার শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। মরুর দেশে এই সিরিজে কিছুটা ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল। ভারত সফরে এবং ঘরের মাঠে টেস্টে নাস্তানাবুদ নাজমুল হোসেন শান্তর দল মাঠ ও মাঠের বাইরে একদমই স্বস্তিতে নেই।
দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিব আল হাসান এবং লিটন দাসকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে বাংলাদেশ। ভিসা জটিলতার কারণে সময় মতো দলের সাথে যোগ দিতে পারেননি স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার নাহিদ রানা এবং নাসুম আহমেদ।
তবে বাংলাদেশ দলে যা কিছুই ঘটুক না কেন, সেসব নিয়ে ভাবতে চান না আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। নিজেদের দল এবং নিজেদের খেলাতেই সব মনোযোগ দিতে চান তিনি।
প্রথম ওয়ানডের আগে আজ (মঙ্গলবার)শারজায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শহীদি বলেন,‘আসলে আমি এটা জানতাম না (বাংলাদেশ দলের অবস্থা, ভিসা জটিলতা)। তবে আগেই যেটা বললাম আমরা তাদের নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিয়েই ভাবছি। আমরা নিজেদের দলে মনোযোগ ধরে রাখছি। আমাদের খেলায় মনোযোগ দিচ্ছি। নিজেদের শতভাগ দিতে চেষ্টা করছি। তাদের স্কোয়াডে কী হয়েছে না হয়েছে আমি আসলে তা জানি না। চেষ্টা করছি নিজেদের দলের মাঝেই মনোযোগ ধরে রাখতে।’
শহীদি আরও বলেন,‘আমরা একদম ভালোভাবে প্রস্তুত আছি। একইসাথে তাদের দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমাদের এখন দেখতে হবে তাদের পরিবর্তে কারা দলে আসছে।’
ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের জন্য সাচ্ছন্দ্যময় ফরম্যাট হলেও প্রতিপক্ষ হিসেবে টাইগারদের কাছে আফগানিস্তান সবসময়ই কঠিন। যদিও এই ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ১০টিতে জয় ও ৬টিতে হেরেছে বাংলাদেশ। তারপরও নির্ভার হবার কোন উপায় নেই। গত বছরের জুলাইয়ে সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হেরেছিলো বাংলাদেশ ও আফগানিস্তান। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার বরণ করেছিলো টাইগাররা।
নিজেদের পছন্দের ফরম্যাটে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে বাজে অধ্যায়ের সূচনা হয়েছিলো। এ বছর তিনটি দ্বিপাক্ষীক তিনটি ওয়ানডে সিরিজ খেলে দু’টিতে জয় পেয়েছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। শ্রীলংকা সফরে হারলেও নিজেদের ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নেয় আফগানরা। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ এবং প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো আফগানিস্তান।
এ বছর মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। গত মার্চে ঘরের মাঠে শ্রীলংকার কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো টাইগাররা। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় মনে করেন এই ফরম্যাটে মানসিকভাবে চাঙা থাকবে বাংলাদেশ। হৃদয় বলেন, ‘আমরা এই ফরম্যাটে সত্যিই ভালো খেলি। আশা করি আমরা এই সিরিজে ভাল শুরু করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘আসলে আমাদের শুরুটা ভালো হতে হবে। আমরা যদি নিজদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি আমি মনে করি আমরা সিরিজ জিততে পারবো।’ তবে বাংলাদেশের চিন্তার কারন আফগানিস্তানের বাঁ-হাতি পেসার ফজলহক ফারুকি। বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটারদের বিপক্ষে ভয়ংকর রেকর্ড আছে তার।
ফারুকির সামনে বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটারদের অসহায়ত্ব কয়েকবারই ফুটে উঠেছে। এবার ফারুকির সামনে টাইগাররা কেমন পারফরমেন্স করে সেটিই দেখার বিষয়।
মিরাজ/শহীদ