.
৪৬.৪ ওভারে পাকিস্তানকে ২০৩ রানে গুটিয়ে দেওয়ার পথে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তবে সোমবার মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ২ উইকেটের (৩৩.৩ ওভারে) নাটকীয় জয়ে শেষের নায়ক ‘ব্যাটার’ প্যাট কামিন্স। শন অ্যাবটের সঙ্গে তার অষ্টম উইকেট জুটিতে ২৭ বলে ৩০ রান। জয় থেকে ১৯ রান দূরে থাকতে আলসে দৌড়ে রান আউট হন অ্যাবট। ফের জেগে ওঠে পাকিস্তানের আশা। তবে বেশিক্ষণ নয়। সাবলীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অস্ট্রেলিয়া অধিনায়ক। ৩১ বলে ৪ চারে খেলেন অপরাজিত ৩২ রানের দৃঢ়চেতা এক ইনিংস। অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে শুক্রবার।
১৫৫ রানে ৭ উইকেট হারিয়ে তখন পরাজয়ের শঙ্কায় অস্ট্রেলিয়া। চরম প্রয়োজনে ব্যাট হাতে আরও একবার বড় অবদান রাখেন কামিন্স। হারিস রউফের পেস আক্রমণের মুখে নিজ আঙিনায় কঠিন বিপদেই পড়েছিল ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন জশ ইংলিস। স্টিভেন স্মিথ ৪৪। চার পেসার নিয়ে নামা পাকিস্তানের হয়ে ৯ ওভারে ৬৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রউফ। শাহীন শাহ আফ্রিদি ২। নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন ১টি করে। এর আগে টসে হেরে ব্যাটিং পাওয়া পাকিস্তানি ব্যাটাররা আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারেননি। চার নম্বরে নেমে ৭১ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন এই সিরিজেই ওয়ানডে ও টি২০ অধিনায়কের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ান। সাবেক অধিনায়ক বাবর আজম স্পিনার অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন ৩৭ রানে।
শেষ দিকে শাহীনের ১৯ বলে ২৪ ও নাসিমের ১ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৪০ রানের ক্যামিওতে দুইশ’ ছুঁতে পারে পাকিস্তান। স্টার্ক ৩, কামিন্স ও জাম্পা নেন ২টি করে উইকেট। রান তাড়ার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে ছোট জয়।