.
ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানদের বিপক্ষে জয় পেলেও বাকি সাত ম্যাচে হেরে লিগ-পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। সেখানে চার জয়ের পথে ইংল্যান্ড, পাকিস্তানকে বধ করে কাঁপিয়ে দিয়েছিল মোহাম্মদ নবী, রশিদ খানের আফগানিস্তান। এরপর মার্কিন মুলুকে ২০২৪ টি২০ বিশ্বকাপে পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে তাক লাগিয়ে দিয়েছিল। বিপরীতে কিংস্টনে গ্রুপ-১ এর ম্যাচে আফনাদের কাছে ৮ রানের হারে শেষ হয়েছিল বাংলাদেশের যাত্রা। ভারত সফরে এবং সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ভরাডুবির গল্পটা কেবলই ব্যাটিং-ব্যর্থতায় মোড়ানো। শারজায় আগামীকাল আফগানিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডে। তিন ম্যাচের এ সিরিজে তাই ঘুরেফিরে আলোচনায় শুধুই ব্যাটিং। নতুন প্রধান কোচ ফিল সিমন্স আজ ক্রিকেটারদের নিয়ে ‘বিশেষ’ স্কিল মিটিংয়ে বসবেন। যেখানে ব্যাটিং-ই হবে আলোচনার প্রধান ইস্যু।
গত আগস্টে পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর দল ভারতে গিয়েই খেই হারায়। তিন দিনেই গোয়ালিয়র ও কানপুর টেস্টে যথাক্রমে ২৮০ রান ও ৭ উইকেটের হার। সর্বশেষ ঘরের মাটিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে বড় দায় ব্যাটারদের। দুই টেস্টেই ছিল শান্তদের বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী। যে কারণে মরুর বুকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও আলোচনায় দলের ব্যাটারদের বাজে পারফরম্যান্স। ‘আগামীকাল (আজ) সকালে স্কিল মিটিং হবে। সেখানে প্রধান কোচ (ফিল সিমন্স) বিশেষভাবে খেলোয়াড়দের সঙ্গে এসব নিয়ে আলোচনা করবেন, তারপর যার যার ভূমিকা নিয়ে কথা বলবেন।’ সোমবার আমিরাত থেকে বলছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তিন অবশ্য আফগানদের বিপক্ষে তিন ওয়ানডের এই সিরিজ নিয়ে উঁচু স্বরে কিছু বলতে পারেননি, ‘প্রত্যেকের প্রত্যাশা তো অবশ্যই ভালো থাকে। তবে পরিস্থিতি এবং খেলার অবস্থা দেখে মূল্যায়ন করা যায়। তারপর নির্দিষ্ট সময়ে দলের প্রয়োজনের ওপর ভিত্তি করে মানিয়ে নেওয়ার বিষয়টি থাকে। এখন দেখা যাক বাকিটা।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পায়নি টিম বাংলাদেশ।
আমিরাতের উদ্দেশে দুই ধাপে দেশ ছেড়েছে শান্তর দল। ১৫ সদস্যের মধ্যে প্রথম দফায় ৯ জন দুবাই হয়ে শারাজায় পৌঁছেছেন, রবিবার দ্বিতীয় দফায় গেছেন আরও চারজন। তবে ভিসা জটিলতায় পড়েন দীর্ঘ সময় পর দলে ফেরা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও প্রথমবারের মতো ওয়াডেতে ডাক পাওয়া পেসার নাহিদ রানা। অবশ্য সমস্যার সমাধান করে গতকাল (সোমবার) সন্ধ্যায়ই তাদের দুবাইর উদ্দেশে রওনা হওয়ার কথা। আগামীকাল প্রথম ওয়ানডে দিয়ে শুরু দুই দলের মাঠের লড়াই। দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। সবকটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডেতে ১৬ দেখায় ১০ জয় বাংলাদেশের, আফগানিস্তানের জয় ৬ ম্যাচে। একটু এগিয়ে বাংলাদেশ।
কিন্তু পরিসংখ্যানটা যদি হয় সামগ্রিক এবং সাম্প্রতিক, তবে অনেক ক্ষেত্রেই এগিয়ে আফগানিস্তান। সর্বশেষ ওয়ানডে ও টি২০Ñ দুটি বিশ্বকাপেই দুর্দান্ত খেলা রশিদ-নবীদের সঙ্গে পারবে বাংলাদেশ? ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই ভালো। এটা ঠিক ওরা বোলিংয়ে অনেক উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কী শক্তি আছে ওটা নিয়ে চিন্তা করার চেয়ে আমাদের শক্তির জায়গা কোনটা তা নিয়ে ভাবা ভালো। আমরা যেভাবে ভালো খেলতে পারব ওই শক্তি নিয়েই কাজ করব।’ বলছিলেন লিটন দাসের পরিবর্তে সুযোগ পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান।