এস্পানিওলের জালে দুইবার বল জড়ান দানি ওলমো
গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হাতছাড়া করেছিল বার্সেলোনা। তবে স্প্যানিশ লা লিগার মুকুট পুনরুদ্ধারে এবার নতুন মৌসুমের শুরু থেকেই উড়ছে কাতালান ক্লাবটি। বিশেষ করে নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লেভানডোস্কি-ইয়ামাল-রাফিনহারা।
গত সপ্তাহে এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারায় বার্সেলোনা। সর্বশেষ রবিবার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকেও উড়িয়ে দিয়েছে তারা। নিজেদের মাঠে বার্সেলোনা এদিন ৩-১ গোলে বিধ্বস্ত করেছে এস্পানিওলকে। সেইসঙ্গে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাকে আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
অলিম্পিক স্টেডিয়ামে এদিন ১২ থেকে ৩১ মিনিটের মধ্যেই গোল তিনটি করে স্বাগতিক বার্সেলোনা। ম্যাচ শুরুর ১২ মিনিটে দানি ওলমোর গোলে প্রথম এগিয়ে যায় তারা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তার ৮ মিনিট পর বার্সার হয়ে তৃতীয় আর ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন সেই ওলমো। তবে প্রথমার্ধে দুর্দান্ত খেলা বার্সা দ্বিতীয়ার্ধে যেন সেই ছন্দ হারিয়ে ফেলে। এই সময়ে কোন গোল তো প্রতিপক্ষকে দিইে পারেনি বরং উল্টো এক গোল হজম করে বসে তারা। এস্পানিওলের হয়ে ৬৩ মিনিটে একটি গোল শোধ করেন জাভি পুয়াদো। এই জয়ের পর শিরোপা পুনরুদ্ধারের পথে বেশ ভালোভাবেই এগিয়ে গেছে বার্সেলোনা। কেননা, মৌসুমের প্রথম ১২ ম্যাচে টানা চতুর্থ আর সবমিলিয়ে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতালান ক্লাবটি। যেখানে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। যদিওবা বর্তমান শিরোপাধারীরা একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, সমান ১২ ম্যাচে ৪ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে আছে এস্পানিওল।
কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই যেন বার্সাকে বদলে ফেলেন হ্যান্সি ফ্লিক। চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোজয় সহ রিয়াল মাদ্রিদের চেয়ে এই মুহুর্তে ৯ পয়েন্ট বেশি নিয়ে লা লিগাতেও দাপট দেখাচ্ছে কাতালান ক্লাবটি। তবে এমন দারুণ সাফল্যের পরও পা মাটিতে রাখছেন জার্মান কোচ। যে কারণে এস্পানিওলের জালে প্রথমার্ধে ৩ গোল দিলেও দ্বিতীয়ার্ধে কোন গোল করতে না পারায় শিষ্যদের আরও সতর্ক করেছেন ফ্লিক।
এ প্রসঙ্গে ম্যাচের শেষেই ৫৯ বছর বয়সী জার্মান কোচ সাফ জানিয়ে দেন, ‘দ্বিতীয়ার্ধে দল যে পারফরম্যান্স করেছে তাতে আমি খুশি নই।’ এসময় আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়েও শিষ্যদের কড়া সতর্কবার্তা দিয়ে রেখেছেন ফ্লিক। তিনি বলেন, ‘এস্পানিওলের বিপক্ষে প্রথমার্ধে ভালো খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে সেটা পারিনি। তারপরও এটা মেনে নিয়েছি। কেননা, দিন শেষে ম্যাচটা আমরাই জিতেছি। কিন্তু বুধবার আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে।’
মোস্তফা/ টুম্পা