ম্যানসিটিকে হারিয়ে বোর্নমাউথের ফুটবলারদের উল্লাস
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন রাজত্ব করছে ম্যানচেস্টার সিটি। বিশেষ করে পেপ গার্দিওলার অধীনে উড়ছে তারা। সর্বশেষ সাত মৌসুমে ছয়বারই লিগ শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছে সিটিজেনরা। সেই দাপট চলতি মৌসুমেও অব্যাহত টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। লিগে এতটাই দাপুটের সঙ্গে সিটিজেনরা ছুটছিল যে, গত বছরের ৬ ডিসেম্বরের পর কোন ম্যাচে হার দেখেনি। অবশেষে শনিবার ম্যানচেস্টার সিটিকে সেই ভুলে যাওয়া পরাজয়ের স্বাদ উপহার দিল বোর্নমাউথ। নিজেদের মাঠে বোর্নমাউথ এদিন ২-১ গোলে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়নদের।
সেইসঙ্গে প্রিমিয়ার লিগে টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ডও ভেঙ্গে গেছে ম্যানচেস্টার সিটির।
শুধু তাই নয়? প্রিমিয়ার লিগের এযাবৎকালের ইতিহাসে এদিনই প্রথম সিটিজেনদের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিল বোর্নমাউথ। এর ফলে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হারের স্বাদও পেল গার্দিওলার শিষ্যরা। বর্তমান চ্যাম্পিয়নদের হারের রাতে হেরেছে আর্সেনালও। নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে ১-০ গোলে হেরে বাড়ি ফিরেছে মাইকেল আর্তেতার দল। তবে ভুল করেনি লিভারপুল। চারদিনের ব্যবধানে ব্রাইটনের বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। ঘরের মাঠে লিভারপুল ২-১ গোলে ব্রাইটনের বিপক্ষে জিতে সিটিজেনদের টপকে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করে নেয়।
রবিবার বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটিকে একেবারেই অচেনা মনে হয়। সেই সুযোগে ম্যাচ শুরুর ৯ মিনিটেই সফরকারীদের চমকে দেয় স্বাগতিক শিবির। দুর্দান্ত গোলে লিড এনে দেন ঘানা ফরোয়ার্ড অ্যান্তোনি সেমেনিও। ম্যাচে ফিরতে মরিয়া সিটিজেনরা তখন আক্রমণের ধার বাড়ায়। কিন্তু আর্লিং হালান্ড-ফিল ফোডেনরা জাল খুঁজে পাননি। উল্টো দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে লিডটাকে আরও বাড়িয়ে নেন বোর্নমাউথের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসন।