আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
চলতি মাসের শেষের দিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
রবিবার (৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের সূচি প্রকাশ করেছে।
জানা যায়, ওয়ানডে সিরিজের খেলা হবে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৭ ও ৩০ নভেম্বর প্রথম দুই ওয়ানডে এবং তৃতীয় ওয়ানডে ২ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। ম্যাচগুলো শুরু হবে সকাল ১০ টায়।
টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। ৫,৭ ও ৯ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম দুইটি দুপুর ২ টায় এবং শেষ ম্যাচটি সকাল ১০টায় শুরু হবে।
এম হাসান