বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার
সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচের সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্যের খবর সামনে আসে। সেসব পাশ কাটিয়ে ঠিকই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলার বাঘিনীরা। যে কারণে শিরোপা জয়ের পর কোচ পিটার বাটলার পদত্যাগের ঘোষণা দিলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাঁকে রেখে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আজ (৩ নভেম্বর) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এমন আকাঙ্খার কথা জানিয়েছেন।
গত ৩০ অক্টোবর নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের মুকুট ধরে রাখে বাংলাদেশ। ওই ফাইনালের পরই বাটলার বলে দেন, মেয়েদের কোচ হিসেবে এটাই তার শেষ ম্যাচ। কিরণ সাংবাদিকদের বলেন, বাটলার চেয়েছিলেন জুনিয়র কয়েকজন ভালো করছে তাদের খেলাতে। সিনিয়ররা যেটা পছন্দ করেনি। তারা খেলতে চেয়েছিল। এটা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। টুর্নামেন্ট চলাকালীন মেয়েরা যে অভিযোগ করেছে কোচের বিরুদ্ধে, সেটা আমি তখনি সামলে নিয়েছি। আসলে মেয়েদেরটাও কাউন্ট করা (কথাগুলো গুরুত্ব দেওয়া) ঠিক না, কোচেরটাও নয়।
জাতীয় দলের জন্য বাটলারকেই সেরা কোচ মনে করেন কিরণ। মেয়েদের ফুটবলের উন্নতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি। এ প্রসঙ্গে কিরণের ভাষ্য, কোচকে আমি বলেছি, আমার সাথে বসে তোমার যে সিদ্ধান্ত সেটা জানাবে। আমার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে।
অবশ্যই আমরা তাকে রাখতে চাই। অনেক ভালো কোচ। বাংলাদেশে এ পর্যন্ত যত কোচ এসেছে, এর মধ্যে সে সেরা কোচ। যত কোচ আসছে, অধিকাংশই বই পড়ে কোচ হয়েছে। উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোচ। পার্থক্য এখানেই। আমরা চেষ্টা করব তাকে রাখতে।
আমি তাকে মেসেজ দিয়েছি। আমার কথা সে বুঝতে পেরেছে। তবে আমরা যত চেষ্টাই করি না কেন, আমাদের উন্নতির জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। বিগত সরকারের কাছেও আমরা আবেদন করেছি, বর্তমান সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে মেয়েদের ফুটবলের পাশে দাঁড়ানোর।
জয়/শহিদ