গত দুইদিন ধরে মিরপুরে অনুশীলন করছেন তামিম ইকবাল
চান্দিকা হাতুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে অপসারিত হয়েছেন। তার সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই মূলত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। যদিও তা পরবর্তীতে প্রত্যাহার করে নেন তিনি। এরপরও অনেক জল ঘোলা হয়েছে এবং গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি তামিম। এমন কথাও শোনা গেছে হাতুরুসিংহে যতদিন থাকবেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না এ বাঁহাতি। এখন তাই তামিমের ফেরার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট ভক্ত-সমর্থকরা। টানা দুইদিন মিরপুরে অনুশীলনও করেছেন তিনি।
তামিম ইকবাল কবে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে? আন্তর্জাতিক টি২০ থেকে অবসরে গেছেন আগেই। গত বছর ওয়ানডে ও টেস্টসহ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান হাতুরুসিংহের সঙ্গে সম্পর্কের টানা-পোড়েনে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সেই অবসর বাতিল করেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের আগে ম্যাচও খেলেন ফেরার জন্য।
কিন্তু ফিটনেস সমস্যা থাকার কারণে সেই অজুহাত দেখিয়েই তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। এর পেছনে হাতুরুসিংহে এবং সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কিছু পদক্ষেপও দায়ী বলে মনে করেন অনেকে। কিন্তু এখন তারা কেউ নেই বাংলাদেশের ক্রিকেটে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাকিবের খেলার কথা। তবে সরাসরি তার সঙ্গে কোনো ঝামেলা হয়নি তামিমের। তাই সবাই আশা করছেন ফিরবেন তামিম অচিরেই।
ইতোমধ্যে অবশ্য আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে যাত্রা শুরু করেছেন তামিম ইকবাল। গত মাসে শেষ হওয়া ভারত সফরে বাংলাদেশ যে ২ টেস্ট ও ৩ টি২০ ম্যাচের সিরিজ খেলেছে সেখানে পুরোটা সময় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন তিনি।
এখন অবশ্য আবার মাঠে ফিরেছেন তামিম ইকবাল ব্যাট হাতে। দেশের পরিচিত কোচ সোহেল ইসলামকে নিয়ে অনুশীলনও করছেন তিনি মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে। শনিবারও করেছেন অনুশীলন। আর রবিবার তার অনুশীলনে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং ডানহাতি পেসার হাসান মাহমুদও ছিলেন।
তবে কি অচিরেই ফিরছেন তামিম? আসলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ মাথায় রেখেই অনুশীলন শুরু করেছেন এ বাঁহাতি ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন আরব আমিরাতে বাংলাদেশ দল। সিরিজ শেষ করে ফেরার পরই আবার ওয়েস্ট ইন্ডিজ রওনা হবে তারা। সেই সিরিজে কি ফেরার সম্ভাবনা আছে তামিম ইকবালের?
তামিম ইকবালের ফেরা নিয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বেশ সময়ই লাগবে তার। কারণ দীর্ঘদিন ক্রিকেটের মাঠে খেলার মধ্যে নেই তিনি। তাই আপাতত বিপিএল ভাবনায় অনুশীলন শুরু করেছেন নিজেকে প্রস্তুত করতে। এমনটা তামিম এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারেই জানিয়েছেন।
এবার বিপিএল টি২০ আসর মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর। আগের মতোই ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। এমনকি নেতৃত্বও তার কাঁধেই থাকার কথা জানা গেছে।
মামুন