আগামীকাল দুবাই যাচ্ছেন নাসুম-নাহিদ
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার সন্ধ্যা ও রবিবার দুই ধাপে ক্রিকেটার ও কোচিং স্টাফরা দেশ ছেড়েছেন। কিন্তু এখনো যাননি প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া ডানহাতি ফাস্ট বোলার নাহিদ রানা ও দীর্ঘ সময় পর ফেরা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তারা আগামীকাল যাবেন দুবাই।
গত মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাটিতে হওয়া সেই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ৭ মাস পর আবার সেই ফরম্যাটে ফিরবে বাংলাদেশ দল শারজায় আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর সিরিজের ৩ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটি খেলেছে সেই সিরিজের স্কোয়াডে বেশ পরিবর্তন এসেছে এবার। ইনজুরির কারণে নেই ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। লিটন কুমার দাস জ্বরের কারণে নেই। আর বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানও নেই। তাদের বিকল্প নিতে হয়েছে নির্বাচকদের। সেজন্যই প্রথমবার ওয়ানডে দলে এসেছেন ৫ টেস্ট খেলা নাহিদ। এছাড়া প্রায় ১ বছর পর ফিরেছেন নাসুম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যই শেষ হয়েছে ২ টেস্টের সিরিজ। ঘরের মাটিতে চরম ব্যর্থতার সিরিজ শেষ করে বিপর্যস্ত বাংলাদেশ এবার ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। কিন্তু ব্যাটারদের ব্যর্থতাই এখন সবচেয়ে বড় শঙ্কার তৈরি করেছে। কারণ শারজায় কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার মতো শক্তিধর দলকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছে আফগানরা। সেখানেই টানা ব্যর্থতায় বিপর্যস্ত বাংলাদেশ দল।
লিটন, সাকিব নেই। দীর্ঘদিন পর ফেরা নাসুম ও প্রথমবার আসা নাহিদ কতটা ভালো করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। ইতো্মধ্যে দুই ধাপে ক্রিকেটাররা দুবাই পৌঁছে গেছেন। তবে টিকেট সমস্যার কারণে নাহিদ ও নাসুম যেতে পারেননি। তারা আগামীকাল যাবেন বলে জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে।
মামুন/শহিদ