ম্যানসিটির বিপক্ষে ঐতিহাসিক জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে একক দাপট চলছে ম্যানচেস্টার সিটির। সর্বশেষ সাত মৌসুমের ছয়বারই শিরোপা জয়ের অবিস্বরণীয় কীর্তি গড়েছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে এতোটাই দাপুটের সঙ্গে সিটিজেনরা ছুটছিল যে, গত বছরের ৬ ডিসেম্বরের পর থেকে কোন ম্যাচে হার দেখেনি তারা। অবশেষে শনিবার ম্যানচেস্টার সিটিকে সেই ভুলে যাওয়া পরাজয়ের স্বাদ উপহার দিল বোর্নমাউথ। সেইসঙ্গে প্রিমিয়ার লিগে টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ডও ভেঙ্গে গেছে ম্যানচেস্টার সিটির।
নিজেদের মাঠে বোর্নমাউথ এদিন ২-১ গোলে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। শুধু তাই নয়? প্রিমিয়ার লিগের এযাবৎকালের ইতিহাসে এদিনই প্রথম সিটিজেনদের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিল বোর্নমাউথ। এর ফলে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সবধরণের প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হারের স্বাদও পেল গার্দিওলার শিষ্যরা।
বোর্নমাউথের মাঠে এদিন বড্ড অচেনা ম্যানসিটিকে ৯ মিনিটেই চমকে দেয় স্বাগতিক শিবির। দুর্দান্ত গোরে লিড এনে দেন ঘানা ফরোয়ার্ড অ্যান্তোনি সেমেনিও। ম্যাচে ফিরতে মরিয়া সিটিজেনরা তখন আক্রমণের ধার বাড়ায়। কিন্তু আর্লিং হালান্ড, ফিল ফোডেনরা জাঁল খুজে পাননি। উল্টো দ্বিতীয়ার্ধে লিড বড় করে বোর্নমাউথ। এই সময়ে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসন।
নির্ধারিত সময়ের আট মিনিট আগে জিভার্দিওল আশা দেখান সিটি দর্শকদের। ইল্কায় গুন্দোগানের ক্রসে ভুল করেননি এই ক্রোয়াট ডিফেন্ডার। এরপর অবশ্য ভুল করেননি বোর্নমাউথ গোলরক্ষক মার্ক ট্রেভারসও। তার বীরত্বেই হতাশা নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
অ্যাওয়ে ম্যাচে ম্যানসিটির এই হারের সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগিয়েছে লিভারপুল। সিটিজেনদের টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে অলরেডরা। চারদিনের ব্যবধানে ব্রাইটনের বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্নে স্লটের দল।
যদিওবা এনফিল্ডে শুরুতেই পিছিয়ে পরেছিল লিভারপুল। কাদিওগলুর গোলে স্তব্দ হয়ে পড়ে স্বাগতিক দর্শক। মাত্র ১৬ গজ দূর থেকে ড্যানি ওয়েলবেকের ফ্লিকে জাল খুঁজে নেন তুরস্কের এই মিডফিল্ডার। প্রথমার্ধের ছন্নছাড়া লিভারপুল দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরে। ফলে মাত্র তিন মিনিটের ব্যবধানেই বদলে যায় ম্যাচের চিত্র। ৭০ মিনিটে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গ্যাকপো। দুই মিনিট পর গোল করে দলের জয় নিশ্চিত করেন মোহামেদ সালাহ। তার বাঁ পায়ের জাদুতে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। আর্নে স্লটের অধীনে ১৫ ম্যাচে ১৩ টিতেই জিতে ম্যানসিটিকে টপকে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল।
লিভারপুলের জয়ের দিনে হেরে গেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে ১-০ গোলে হেরেছে মাইকেল আর্তেতার দল।
জাফরান