ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

সেলেসাওদের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার-এনদ্রিক

ভিনির প্রতি অবিচার হয়েছে ॥ ব্রাজিল কোচ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪৭, ২ নভেম্বর ২০২৪

ভিনির প্রতি অবিচার হয়েছে ॥ ব্রাজিল কোচ

সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ভিনিসিয়াস জুনিয়র

এবার কিছুটা হলেও আশাবাদী ছিলেন নেইমারের ভক্ত-সমর্থকরা। বছরের শেষ দুটি ম্যাচে ব্রাজিলের জার্সিতে ফিরবেন আল-হিলাল তারকা। কিন্তু না, এবারও চোট কাটিয়ে ফেরা নেইমারকে ছাড়াই দল ঘোষণা করেছেন সেলেসাওদের কোচ ডোরিভাল জুনিয়র। যার ফলে এ বছর ব্রাজিলের জার্সিতে আর খেলা হচ্ছে না নেইমারের। শুক্রবার ঘোষিত এই দলে জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এনড্রিকেরও। 
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৪ নভেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। চলতি বছরে আর কোন ম্যাচ নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যার ফলে নেইমারের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই নেই। নেইমারকে এবারও দলে না রাখার ব্যাখ্যায় ডোরিবাল বলেন, ‘গত দুই মাসে দুই-তিনবার তার (নেইমার) সঙ্গে আমার কথা হয়েছে। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে খুব কম মিনিটই পেয়েছে, এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সেও প্রস্তুত থাকবে। আমি নিশ্চিত বলতে পারি সে দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম।’
অভিজ্ঞ নেইমারের পাশাপাশি তরুণ এনড্রিক ছাড়া ঘোষিত দলের চমক নটিংহ্যাম ফরেস্টের মুরিলো। ২২ বছর বয়সী এই সেন্টার ব্যাক প্রথমবারের মতো ডাক পেয়েছেন। ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়রও। গত সপ্তাহেই ব্যালন ডি’অর জিততে না পারার কারণে যিনি এখনো বিশ্ব ফুটবলে আলোচনার তুঙ্গে। রিয়াল তারকা এই পুরস্কার না জেতায় ডোরিভালও চরম হতাশ সেইসঙ্গে এটাকে অন্যায় বলেও মন্তব্য করেন তিনি, ‘আমার মতে, এটা অন্যায়। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষè ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা সে-ই (ভিনি)।’

×