জিসান আলম ১২ বলে ৫৫ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১২ বলে ৫৫ রান করেছেন
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস আসরে বাংলাদেশ প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে। শুক্রবার মংককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ওমানকে ৩৪ রানে হারিয়েছে তারা। ব্যাট হাতে মোহাম্মদ সাইফউদ্দিন ও জিসান আলম রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। দু’জনই মাত্র ১২ বল খেলে ৫৫ রানের ইনিংস খেলেন।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে বিনা উইকেটে ১৪৭ রান তোলে। তরুন ওপেনার জিসান আলম ১২ বলে ১ চার, ৮ ছক্কায় ৫৫ রান করে স্বেচ্ছা অবসরে যান।
এরপর সাইফউদ্দিন ব্যাটিংয়ে নেমে বিস্ফোরক ইনিংস উপহার দেন। তিনিও ১২ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৫৫ রান করার পর স্বেচ্ছা অবসরে যান। ওপেনিংয়ে নামা আরেক ব্যাটার ইয়াসির আলী রাব্বি ৯ বলে ৩ চার, ২ ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে ৬ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় ওমান। ওপেনার বিনায়ক শুক্লা ৮ বলে ১ চার, ৪ ছক্কায় ২৯, হাসনাইন শাহ ৫ বলে ৪ ছক্কায় ২৪, মুজিবুর আলী ৮ বলে ৩ ছক্কায় অপরাজিত ২০ এবং জিতেন রমানন্দী ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২০ রান করেন।
বাংলাদেশের পক্ষে জিসান আলম ১ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া সাইফউদ্দিন ২ ওভারে ৩২, আবু হায়দার রনি ১ ওভারে ১৯ রানে ও সোহাগ গাজী ১ ওভারে ২৮ রানে ১টি করে উইকেট নেন।
২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে পয়েন্ট তালিকায় দুইয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কারও সমান ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে লঙ্কানরা। বাংলাদেশের +৫.৬৬৭ ও শ্রীলঙ্কার +৬.৩৪৭ নেট রানরেট । গ্রুপের অপর দল ওমান দুই ম্যাচেই হেরেছে।
জাফরান